মূল বিষয়বস্তু
ষষ্ঠ শ্রেণি
সরল ক্রমের উদাহরণ
সরলীকরণের ক্রম দিয়ে একাধিক প্রক্রিয়াযুক্ত রাশিমালার সমাধানের ধাপকে বুঝায়। প্রথমত, আমরা প্রথম বন্ধনী বা বন্ধনীর ভেতরের প্রক্রিয়ার সমাধান করি। দ্বিতীয়ত, আমরা সূচকের সমাধান করি। তৃতীয়ত, আমরা বাম থেকে ডান দিকের সকল গুণ ও ভাগের সমাধান করি। চতুর্থত, আমরা বাম থেকে ডান দিকের যোগ ও বিয়োগের সমাধান করি। এটি তৈরি করেছে স্যাল (সালমান) খান এবং মনেটারি ইন্সটিটিউট ফর টেকনোলজি অ্যান্ড এডুকেশন
আলোচনায় অংশ নিতে চাও?
কোন আলাপচারিতা নেই।