সবগুলো দক্ষতার পরের ধাপে যাও এবং 1000 পর্যন্ত মাস্টারি পয়েন্ট অর্জন কর!
এই অধ্যায় সম্পর্কিত
গণিতের একটি গুরুত্বপূর্ণ অংশ জুড়ে রয়েছে ঋণাত্মক সংখ্যা। 'নেতিবাচক' কিছুকে সবসময়ই 'খারাপ' হিসেবে দেখা হয়। কিন্তু ঋনাত্নক সংখ্যা শুধু ভালোই নয়, বেশ মজারও ! আমাদের সাথে এসো এবং আমরা তোমাকে দেখাবো কীভাবে ঋনাত্নক সংখ্যা দিয়ে কাজ করা হয়। পরম মানও এক ধরনের ঋণাত্মক সংখ্যা যাকে ধনাত্মক হিসেবে প্রকাশ করা হয়।তুমি কি বিভ্রান্ত? চিন্তা কর না, আমরা তোমাকে সঠিক জায়গায় নিয়ে যাব ।