যদি তুমি এই বার্তা দেখে থাক, তার মানে বাইরের উপকরণ লোড করতে সমস্যা হচ্ছে।

If you're behind a web filter, please make sure that the domains *.kastatic.org and *.kasandbox.org are unblocked.

মূল বিষয়বস্তু

গুণের বিনিময়বিধি পর্যালোচনা

গুণের বিনিময় বিধির মৌলিক ধারণার পুনরালোচনা কর এবং কিছু সমস্যা সমাধান অনুশীলন কর।

বিনিময় বিধি কী?

বিনিময় বিধি হল এমন নিয়ম যেখানে বলা আছে, যে ক্রমেই গুণ করা হোক না কেন এর ফলাফলে পরিবর্তন হয় না।
উদাহরণঃ
8×2=16
2×8=16
অতএব, 8×2=2×8
বিনিময় বিধি সম্পর্কে আরও জানতে চাও? এই ভিডিওটি দেখ
জানতে চাও বিনিময় বিধি কেন সহায়ক? এই নিবন্ধটি দেখ

অনুশীলন কর

সমস্যা 1
সমীকরণটি সম্পূর্ণ কর।
4×3 = 
  • তোমার উত্তর হবে
  • পূর্ণ সংখ্যা, যেমন 6
  • একদম পূর্নাঙ্গ দশমিক, যেমন 0.75
  • একটি সরলীকৃত প্রকৃত ভগ্নাংশ, যেমন 3/5
  • একটি সরলীকৃত অপ্রকৃত ভগ্নাংশ, যেমন 7/4
  • একটি মিশ্র সংখ্যা, যেমন 1 3/4
×4

এরকম আরও সমস্যা অনুশীলন করতে চাও? এই ভিডিওটি দেখ

আলোচনায় অংশ নিতে চাও?

কোন আলাপচারিতা নেই।
ইংরেজি জানো? খান একাডেমির ইংরেজি সাইটে আরো আলোচনা দেখতে এখানে ক্লিক কর।