মূল বিষয়বস্তু
তৃতীয় শ্রেণি
কোর্স: তৃতীয় শ্রেণি > অধ্যায় 4
পাঠ 5: রেখাচিত্ররেখাচিত্র পর্যালোচনা
রেখাচিত্রের ধারণা পুনরালোচনা কর এবং রেখাচিত্র পড়তে ও তৈরি করতে শিখ।
রেখাচিত্র কী?
রেখাচিত্র হল সংখ্যারেখা দিয়ে কোন উপাত্ত প্রকাশের পদ্ধতি।
রেখাচিত্রকে বিন্দুচিত্রও বলা হয়।
রেখাচিত্রকে বিন্দুচিত্রও বলা হয়।
নিচের রেখাচিত্রে টি কচ্ছপ এক ঘণ্টায় কত দূরত্ব অতিক্রম করেছে তা প্রকাশ করা হয়েছে (আমরা জানি কচ্ছপের সংখ্যা কারণ রেখাচিত্রে টি বিন্দু আছে)।
রেখাচিত্র সম্পর্কে আরও জানতে চাও? এই ভিডিওটি দেখ।
রেখাচিত্রে উপাত্ত স্থাপন
রেখাচিত্রে উপাত্ত স্থাপনের জন্য আমরা উপাত্ত সেটের প্রতিটি সংখ্যার উপরে একটি বিন্দু (অথবা x) বসাই। যদি উপাত্ত সেটে কোন সংখ্যা দুইবার থাকে, তবে আমরা ওই সংখ্যার উপরে দুইটি বিন্দু বসাই।
উদাহরণস্বরূপ, উপাত্ত সেট এর রেখাচিত্র এমন হবে:
রেখাচিত্রে উপাত্ত স্থাপন সম্পর্কে আরও জানতে চাও? এই ভিডিওটি দেখ।
অনুশীলন -II: রেখাচিত্রে উপাত্ত স্থাপন
এরকম আরও সমস্যা সমাধান অনুশীলন করতে চাও? এই অনুশীলনীগুলো দেখ: রেখাচিত্র তৈরি
রেখাচিত্রে উপাত্ত স্থাপন।
রেখাচিত্রে উপাত্ত স্থাপন।
আলোচনায় অংশ নিতে চাও?
কোন আলাপচারিতা নেই।