কোন বস্তু কতটুকু জায়গা দখল করে তাই হলো তার আয়তন। অন্যভাবে বলা যায়, কোন বস্তু দিয়ে যতটুকু জায়গা আবদ্ধ থাকে, তাই তার আয়তন। কোন বস্তুর ভর দিয়ে বোঝা যায় বস্তুটি কতটা ভারী। যেহেতু আমরা প্রতিদিনের নানা কাজে ভর এবং আয়তন ব্যবহার করি, তাই আমরা আজকে ভর সম্পর্কে জানব।