একটি আকৃতি, জ্যামিতিক যেকোনো আকারের হতে পারে যেমন বর্গ, ত্রিভুজ, অথবা আয়তক্ষেত্র। অন্যদিকে, একটি কোণ হলো দুইটি ছেদক রেখার মাঝের অংশ বা তাদের শীর্ষবিন্দুর কাছের অংশ বা দুইটি রেখার মিলিত বিন্দু (সাধারনত ডিগ্রিতে পরিমাপ করা হয়)। এই অধ্যায়ে আমরা তাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারি।