সবগুলো দক্ষতার পরের ধাপে যাও এবং 1400 পর্যন্ত মাস্টারি পয়েন্ট অর্জন কর!
এই অধ্যায় সম্পর্কিত
প্রথমে আমরা স্কেল এবং বর্গ একক ব্যবহার করে দৈর্ঘ্য পরিমাপ, হিসাব ও তুলনা করব এবং দৈর্ঘ্য সম্পর্কিত কথার সমস্যা সমাধান করব। এরপর আমরা চিত্রযুক্ত লেখচিত্র, স্তম্ভলেখ এবং রেখাচিত্র তৈরী করব এবং ব্যাখ্যা করব। সেখান থেকে আমরা এনালগ ঘড়ির সময় বলতে পারব এবং পয়সা ও টাকা গণনা করতে শিখব। এরপর আমরা চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ এবং অষ্টভুজ চিহ্নিত করব। সবশেষে আমরা আকৃতিগুলোকে সমান ভাবে বিভক্ত করব।