If you're seeing this message, it means we're having trouble loading external resources on our website.

তোমার যদি কোন ওয়েব ফিল্টার দেওয়া থাকে, তাহলে দয়া করে নিশ্চিত কর যে *.kastatic.org এবং *.kasandbox.org ডোমেইনগুলো উন্মুক্ত।

মূল বিষয়বস্তু

একপদী রাশিকে বহুপদী রাশি দিয়ে গুণের পুনরালোচনা

আমরা বণ্টনবিধি ব্যবহার করে একপদী রাশিকে বহুপদী দিয়ে গুণ করি। উদাহরণস্বরূপ 2x(3x+7) = 6x^2+14x। এই নিবন্ধে এই বিষয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করা হয়েছে এবং নিজে চেষ্টা করার জন্য কিছু সমস্যা দেওয়া আছে।
6z2 এর মত একপদীকে 7z2+3z2 এর মত দ্বিপদী দিয়ে গুণের ক্ষেত্রে বণ্টন বিধি প্রয়োগ করতে হবে।

উদাহরণ

সরল কর।
উত্তরটি ত্রিপদী আকারে লিখ।
6z2(7z2+3z2)
এটি একটি বণ্টনবিধি সংক্রান্ত সমস্যা। কীভাবে আমরা 6z2 কে বন্ধনীর ভেতরের প্রতিটি রাশিতে বণ্টন করব?
গুণফলটি সমান 42z4+18z312z2
একপদী দিয়ে দ্বিপদীর গুণ সম্পর্কে আরও জানতে চাও? এই ভিডিওটি দেখ

অনুশীলন

সমস্যা 1
সরল কর।
উত্তরটি ত্রিপদী আকারে লিখ।
n2(n2+5n+6)

আরও অনুশীলন করতে চাও? এই অনুশীলনীটি দেখ

আলোচনায় অংশ নিতে চাও?

কোন আলাপচারিতা নেই।
ইংরেজি জানো? খান একাডেমির ইংরেজি সাইটে আরো আলোচনা দেখতে এখানে ক্লিক কর।