If you're seeing this message, it means we're having trouble loading external resources on our website.

তোমার যদি কোন ওয়েব ফিল্টার দেওয়া থাকে, তাহলে দয়া করে নিশ্চিত কর যে *.kastatic.org এবং *.kasandbox.org ডোমেইনগুলো উন্মুক্ত।

মূল বিষয়বস্তু

সাধারণ দ্বিঘাত রাশির উৎপাদকে বিশ্লেষণ পুনরালোচনা

দ্বিঘাত রাশির উৎপাদকে বিশ্লেষণ হল দ্বিপদীর গুণের বিপরীত পদ্ধতির মত। যেমন,  x^2+3x+2 কে উৎপাদকে বিশ্লেষণ করলে  (x+1)(x+2) হয় কারণ (x+1) এবং (x+2) কে গুণ করলে গুণফল  x^2+3x+2 হয়।

উদাহরণ

দুটি দ্বিপদী রাশির গুণফল আকারে উৎপাদকে বিশ্লেষণ।
x2+3x+2
আমাদের লক্ষ্য হল রাশিটিকে এই আকারে লেখাঃ
(x+a)(x+b)
(x+a)(x+b) এর বিস্তৃতি থেকে ধারণা পাওয়া যায়।
x2+3x+2=(x+a)(x+b)=x2+ax+bx+ab=x2+(a+b)x+ab
অতএব, (a+b)=3 এবং ab=2
a এবং b এর বিভিন্ন সম্ভাব্য মানের মধ্যে a=1, b=2 উভয় শর্ত পরিপূর্ণ করে।
এই মান বসিয়ে আমরা পাইঃ
(x+1)(x+2)
আমরা দ্বিপদীগুলো গুণ করে সমীকরণের শুদ্ধি পরীক্ষা করতে পারিঃ
 (x+1)(x+2)= x2+2x+x+2= x2+3x+2
হ্যাঁ, আমরা মূল সমীকরণ পেয়েছি, অতএব, আমাদের উৎপাদকে বিশ্লেষণ শুদ্ধ হয়েছেঃ
(x+1)(x+2)
এরকম আরও উদাহরণ দেখতে চাও? এই ভিডিওটি দেখ

অনুশীলন

দ্বিঘাত সমীকরণটি দুইটি দ্বিপদী রাশির গুণফল আকারে প্রকাশ কর।
x2x42=

আরও অনুশীলন করতে চাও? এই অনুশীলনীটি দেখ

আলোচনায় অংশ নিতে চাও?

কোন আলাপচারিতা নেই।
ইংরেজি জানো? খান একাডেমির ইংরেজি সাইটে আরো আলোচনা দেখতে এখানে ক্লিক কর।