এই পাঠটি পরিসংখ্যান সম্পর্কিত বিষয় কম অলোচনা করেছে বরং এটি উপাত্ত বিশ্লেষণের উপর বেশি জোর দিয়েছে, তা সে সারণি, চিত্রলেখ বা স্তম্ভলেখ যা দিয়েই বোঝানো হোক না কেন। যারা এ বিষয়টি নতুন শিখছ তাদের জন্য এটি উপকারী। উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা যারা পরিসংখ্যান শিখতে আগ্রহী তারা এটি আপাতত বাদ দিতে পার (যদিও শিখে ফেললে তাতে কোন সমস্যা নেই)।