মূল বিষয়বস্তু
বীজগণিতে হাতেখড়ি
কোর্স: বীজগণিতে হাতেখড়ি > অধ্যায় 7
পাঠ 6: ঋনাত্নক সংখ্যার বিয়োগের সূচনাঋণাত্মক সংখ্যা বিয়োগের পর্যালোচনা
ঋণাত্মক সংখ্যার বিয়োগের মৌলিক ধারণা পুনরালোচনা কর এবং কিছু সমস্যা সমাধান অনুশীলন কর।
ঋণাত্মক সংখ্যার বিয়োগ
কোন সংখ্যা বিয়োগ করা হল প্রকৃতপক্ষে বিপরীত সংখ্যা যোগ করা।
চল দুইটি উদাহরণ দেখি:
লক্ষ্য কর: উভয় উদাহরণের ক্ষেত্রে, আমরা বিয়োগকে যোগে রূপান্তর করি এবং দ্বিতীয় সংখ্যাটির চিহ্নটি বিপরীত চিহ্নে পরিবর্তন করেছি।
এটি কেন এভাবে কাজ করে জানতে চাও? এই ভিডিওটি দেখ।
যখন সমস্যাটি যোগের সমস্যা হবে, আমরা সহজেই সমাধান করতে পারব।
উদাহরণ 1: ঋণাত্মক minus ঋণাত্মক
চল minus, 5, minus, left parenthesis, minus, 6, right parenthesis বিয়োগ করি।
ধাপ 1: একে যোগ সংক্রান্ত সমস্যা হিসেবে পুনরায় লিখ।
ধাপ 2: যোগের সমস্যায় প্রথম সংখ্যাটি থেকে শুরু কর, এক্ষেত্রে minus, 5:
ধাপ 3: ডানে 6 ঘর সরাও। আমরা ডানে 6 ঘর সরিয়েছি, কারণ ধনাত্মক 6 যোগ করলে সংখ্যাটি 6 বাড়ে।
minus, 5, plus, 6 থেকে সংখ্যারেখায় 1 পাওয়া যায়।
উদাহরণ 1: ঋণাত্মক minus ধনাত্মক
চল minus, 4, minus, 7 বিয়োগ করি।
ধাপ 1: একে যোগ সংক্রান্ত সমস্যা হিসেবে পুনরায় লিখ।
ধাপ 2: যোগের সমস্যায় প্রথম সংখ্যাটি থেকে শুরু কর, এক্ষেত্রে minus, 4:
ধাপ 3: বামে আরও 7 ঘর সরাও। আমরা বামে 7 ঘর সরিয়েছি কারণ ঋণাত্মক 7 যোগ করলে সংখ্যাটি 7 কমে যায়।
minus, 4, plus, left parenthesis, minus, 7, right parenthesis থেকে সংখ্যারেখায় minus, 11 পাওয়া যায়।
ঋণাত্মক সংখ্যার বিয়োগ সম্পর্কে আরও শিখতে চাও? এই ভিডিওটি দেখ।
আলোচনায় অংশ নিতে চাও?
কোন আলাপচারিতা নেই।