If you're seeing this message, it means we're having trouble loading external resources on our website.

তোমার যদি কোন ওয়েব ফিল্টার দেওয়া থাকে, তাহলে দয়া করে নিশ্চিত কর যে *.kastatic.org এবং *.kasandbox.org ডোমেইনগুলো উন্মুক্ত।

মূল বিষয়বস্তু

আমাদের পরিচালনা দলের সাথে পরিচিতি

Executive Leadership Team

Sal Khan

Sal Khan

Sal Khan is the founder and CEO of Khan Academy, a nonprofit with the mission of providing a free, world-class education for anyone, anywhere. He is also the founder of Schoolhouse.world, Khan Lab School and Khan World School, all nonprofits focused on making world class, personalized mastery education accessible.

Sal’s interest in education began while he was an undergraduate at MIT. He developed math software for children with ADHD and tutored fourth- and seventh-grade public school students in Boston. He holds three degrees from MIT and an MBA from Harvard Business School.

Kristen DiCerbo

Kristen DiCerbo

Kristen DiCerbo, Ph.D. is the chief learning officer at Khan Academy. In this role, she is responsible for driving and communicating the learning strategy for Khan Academy’s programs, content, and product to realize deep engagement and better learning outcomes. She leads the content and product management teams, ensuring pedagogical coherence and a research-informed design across Khan Academy’s offerings.

Prior to coming to Khan Academy, Kristen was the vice-president of learning research and design at Pearson. Throughout her career she has focused on conducting and embedding learning science research into digital learning experiences, including work with the Cisco Networking Academy. She also served as a school psychologist in an Arizona school district.

Kristen has a B.A. in psychology and sociology from Hamilton College and an M.Ed. and Ph.D. in educational psychology from Arizona State University.

Vicki Zubovic

Vicki Zubovic

Vicki Zubovic is our chief external affairs officer. Vicki’s team is responsible for raising all of the funding that keeps Khan Academy up and running. In addition, Vicki’s team drives our work with school districts which is focused on reaching as many students as possible to increase learning. To do this, she and her team work with school district partners, philanthropists and donors, and strategic partners.

Vicki has more than 30 years of experience in the nonprofit and government sectors. Prior to joining Khan Academy, Vicki spent 11 years at KIPP NYC, where she was chief of external affairs and managing director of development. Before joining KIPP NYC, she served as the director of development and external affairs at The Boys’ Club of New York. Prior to The Boys’ Club of New York, she raised funds as the director of development and government relations at the Women's Prison Association for seven years. She serves on the boards of Eagle Academy Foundation and New Heights Youth, Inc. and is the co-secretary of her block association in Bed-Stuy, Brooklyn. Vicki is a graduate of the University of Sydney and the William Alanson White Institute.

Caroline Hu Flexer

Caroline Hu Flexer

Caroline Hu Flexer is the vice president of Khan Academy Kids. She leads the team developing Khan Academy Kids, an educational program that is designed to inspire a lifetime of learning and discovery for children ages two to eight. The app includes interactive and original content across early literacy, language, math, and social-emotional skills.

Prior to Khan Academy, Caroline was the CEO and cofounder of Duck Duck Moose, which joined Khan Academy in 2016. Duck Duck Moose is the creator of 21 award-winning educational apps for children that have been downloaded over 100 million times. Before Duck Duck Moose, Caroline worked in product management and as a design consultant at IDEO.

Caroline has an AB in architecture from Princeton, attended the masters in architecture program at the Harvard Graduate School of Design, and has an MBA from Stanford.

Julia Cowles

Julia Cowles

Julia Cowles is vice president, general counsel and corporate secretary at Khan Academy. She is responsible for overseeing legal, compliance and governance matters, particularly those relating to child and student data privacy, and for implementing the structure and processes to support a comprehensive compliance program meeting the needs of school districts as well as individual learners. She advises and supports our Board, senior leadership team and teammates across all functions, including information security, school and strategic partnerships, philanthropy, and people operations.

Prior to joining Khan Academy, Julia was the chief legal officer at LOYAL3, a financial technology company, managing their legal, regulatory and governance affairs. Previously, she was a corporate partner at Davis Polk & Wardwell, where her practice focused on corporate finance, complex and strategic business transactions and corporate governance matters.

Julia received her undergraduate degree at Hamilton College, and her law degree at Fordham University. She served as a law clerk to Hon. Richard J. Cardamone, U.S. Court of Appeals for the Second Circuit. She is admitted to the bar in California and New York, and is a Certified Information Privacy Professional (CIPP/US).

She serves on the board of trustees of Hamilton College, and on the board of directors of World Savvy, a non-profit organization devoted to promoting education in global competency.

Regina Ross

Regina Ross

As Chief People Officer, Regina Ross is responsible for stewarding Khan Academy’s most strategic assets: our people and our company culture! Regina has over 25 years of experience in organizational and leadership development. These fields align with her passion for unlocking potential to create value. She leverages her experience and passion to enable all employees to deliver their best work toward attaining Khan Academy’s mission while fulfilling their personal aspirations and career ambitions.

Prior to joining Khan Academy, Regina held senior leadership roles in Operations, Human Resources, and Change Management at Target, Amazon, and Pitney Bowes. Regina earned her BS in Industrial Engineering from Auburn University, and she holds professional certifications in Human Resources, Change Management, Coaching, and Continuous Process Improvement.

Paul Morgan

Paul Morgan

Paul Morgan serves Khan Academy as CTO and VP Engineering. He is responsible for overseeing the technical direction and implementation and data insights team.

During the past 30 plus years, Paul has proven himself as an innovations catalyst in roles of CTO, Chief Architect and engineering leader. He has founded several companies building consumer facing web applications, serving them in technical executive roles culminating in IPO preparation and acquisition as well as serving as a strategist and change agent in established enterprise companies. At Intuit he was Chief Architect of Hosting and led the transition to private and public clouds.

Paul joined Khan Academy in 2017 as Director of Engineering to lead Infrastructure to ensure that the site runs really well and learners can count on it being available. Over the past two years he has additionally been leading our Goliath services transformation work. He is thrilled and honored to have this opportunity to work more closely with the product teams and to get back to building inspiring, efficacious and engaging product.

When not working with computers he pursues his passion of Squash, Windsurfing, 3D printing and flying Paramotors!

Sandeep Bapna

Sandeep Bapna

Sandeep Bapna is the vice president of international. In this role, he is responsible for accelerating Khan Academy’s reach and impact globally. Sandeep joined Khan Academy in 2015 and helped set up and grow our India operations. India now has the largest user base for Khan Academy outside of the US. The team in India works with several Indian states to help level the playing field for learners, with support from long term strategic donors.

Prior to Khan Academy, Sandeep spent over 12 years at IFC, part of the World Bank Group, investing in companies in Asia, Africa, Latin America and Europe. He later founded an edtech startup that created communities for online learners in more than 80 countries.

Sandeep has a bachelor's degree in engineering from IIT Varanasi and a masters in business management from IIM Calcutta.

Rachel Boroditsky

Rachel Boroditsky

Rachel Boroditsky is passionate about improving educational equity and excited to support Khan Academy as Chief of Staff. In this role, Rachel is accountable for driving the strategic planning process, providing strategic and operational support to the CEO, senior leadership team, and Board, and supporting special projects.

Prior to joining Khan Academy, Rachel was a manager at McKinsey & Company, where she worked with higher education institutions and systems on strategic and operational initiatives, and worked at a literacy and numeracy NPO, where she managed the implementation of tablet-based learning programs in Malawi. Rachel has a B.A. in economics and mathematical methods in the social sciences from Northwestern University. In her free time, Rachel loves hiking and spending time with her partner and their 12 year old chihuahua, Taco.

Julian Roberts

Julian Roberts

Julian Roberts is the Chief Financial Officer at Khan Academy. He leads and oversees all finance-related matters. He has held senior level roles in non-profit, government, and educational institutions and is committed to positive outcomes for students and their communities.

Prior to joining Khan Academy, Julian was the Chief Financial and Operating Officer at Relay Graduate School of Education. Before Relay, he was the Chief Financial Officer at Foundation for California Community Colleges. In these and prior organizations, he focused on building a robust and flexible infrastructure that supported organizational growth and transformation.

Julian transferred from the California Community College system to receive a BA from UC Berkeley. He also holds two master’s degrees from Johns Hopkins.

In his free time, he rides bikes, paints and draws, and hangs out with his son.


বোর্ড

Ann Doerr

Ann Doerr

Board Chair, Khan Academy

Ann Doerr serves as a Trustee of Rice University and is the Chair of Khan Academy. She is also an Advisory Trustee for Environmental Defense Fund. Ann started her career as an engineer. She held various engineering and management positions at Intel, Silicon Compilers, and Tandem Computers. Ann holds both a Bachelors and Masters Degree in Electrical Engineering from Rice University.

Larry Cohen

Larry Cohen

CEO, Gates Ventures

Larry serves as the CEO of Gates Ventures, a private office established by Bill Gates in September 2008. Prior to Gates Ventures, Larry served as Microsoft’s Corporate Vice President of Marketing. Larry joined Microsoft in 1995 to work on its early online efforts. Prior to Microsoft he held product management positions at Apple/Claris and before that at Collabra Software which was acquired by Netscape.

Sean O'Sullivan

Sean O'Sullivan

এস ও এস ভি (SOSV): দ্যা এক্সেলারেটর ভিসি (ক্যাপিটাল ফান্ড) এর প্রতিষ্ঠাতা এবং সহকারী ব্যবস্থাপক

শন ও'সুলিভান SOSV: এক্সিলারেটর ভিসি এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা অংশীদার। তিনি রেন্সেলিয়া পলিটেকনিক ইনস্টিটিউট থেকে স্নাতক কর। ম্যাপইনফো প্রতিষ্ঠার মাধ্যমে যাত্রা শুরু কর, যেটি রাস্তার মানচিত্রায়ন প্রযুক্তিকে ব্যক্তিগত কম্পিউটারে যুক্ত করে। ম্যাপইনফো 200 মিলিয়ন ডলারের কোম্পানিতে পরিণত হয়। তাঁর প্রথম ইন্টারনেট কোম্পানি নেটসেন্ট্রিক কম্পিউটার ভিত্তিক অনেক কাজের পথপ্রদর্শক এবং তিনি " ক্লাউড কম্পিউটিং" এর সহ নির্মাতা হিসেবে পরিচিত। শন একজন স্বপ্নদর্শী উদ্যোক্তা এবং বিনিয়োগকারী যিনি বিস্তৃত ব্যবসা ও জনহিতকর কাজের সাথে জড়িত।

Ted Mitchell

Ted Mitchell

যুক্তরাষ্ট্রের শিক্ষা অধিদফতরের প্রাক্তন সহকারী সচিব

টেড মিশেল সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগে আন্ডার সেক্রেটারি হিসেবে কাজ করেছেন। 2014 সালে প্রেসিডেন্ট ওবামা তাকে মনোনীত করেন এবং এরপর তিনি সিনেটে অনুমোদন পান। টেড উচ্চ শিক্ষা ও বয়স্ক শিক্ষা নীতির পাশাপাশি শিক্ষার্থীদের জন্য ফেডারেল সহায়তার বিষয়টিও দেখাশোনা করতেন। টেড এই পদে থাকাকালীন সময়ে শিক্ষা বিভাগ সকল শিক্ষার্থী, বিশেষ করে তৎকালীন ব্যবস্থায় যারা তুলনামূলক ভাবে সুবিধাবঞ্চিত ছিল, তাদের জন্য সাশ্রয়ী, উচ্চ মানের শিক্ষা এবং সনদ প্রদানের জন্য ব্যাপক গবেষণামূলক কাজ করে। টেডের নেতৃত্বে শিক্ষা বিভাগ কলেজ স্কোরকার্ড ব্যবস্থা চালু করে যার মাধ্যমে শিক্ষার্থী এবং তাদের পরিবার সঠিকভাবে কলেজ বাছাই করতে পারেন। তিনি কিছু নীতিবিবর্জিত প্রতিষ্ঠান বন্ধেও কাজ করেন যারা করদাতা এবং শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত কর আদায় করত। এখানে যোগ দেওয়ার আগে, টেড মানবকল্যানধর্মী প্রতিষ্ঠান নিউ স্কুলস ভেনচার ফান্ড এর সিইও হিসেবে কাজ করেন। এই প্রতিষ্ঠানটি কে-12 (দ্বাদশ শ্রেণি) পর্যন্ত সকল শিক্ষার্থীদের কাছে উচ্চমানের শিক্ষা পৌঁছে দেওয়ার লক্ষ্যে দশ বছরে 200 মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করেছে। এছাড়াও টেড ক্যালিফোর্নিয়া রাজ্যের শিক্ষা বোর্ডে সভাপতি হিসেবে, অক্সিডেন্টাল কলেজের সভাপতি হিসেবে, এবং ইউসিএলএ, স্ট্যানফোর্ড ও ডার্টমাউথে প্রশাসনিক পর্যায়ে এবং শিক্ষক হিসেবে কাজ করেছেন।

Curtis Feeny

Curtis Feeny

কার্টিস ফেনি তথ্য বিশ্লেষণমূলক সফটওয়্যার প্রতিষ্ঠানে 18 বছর ধরে বিনিয়োগ করছেন। তার কাজের আওতায় আছে আইলা নেটওয়ার্ক, ক্যাগল, ওয়াইস.আইও, অটোগ্রিড, সেনসিস, এবং আরও অসংখ্য সফল উদ্যোগ। কার্টিস 31 টি সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের হয়ে কাজ করেছেন। তিনি স্ট্যানফোর্ডের অধ্যাপকদের সাথে প্ল্যানগ্রিড, অ্যাকুরে (আইপিও), এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের আরও কিছু সফল উদ্যোগে বিনিয়োগ করেছেন। 2000 সাল থেকে তিনি ট্রামেল ক্রো কোম্পানি (টিসিসিঃ এনওয়াইএসই) এর পর্ষদে আছেন, যেটি 2006 সালে সিবি রিচার্ড এলিস (সিবিজিঃ এনওয়াইএসই) কিনে নিয়েছে। 2001 সালে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ তাকে প্রেসিডিও ট্রাস্টের ট্রাস্টি হিসেবে নিয়োগ দিয়েছেন। কার্টিস স্ট্যাপলসের (এসপিএল এসঃ এনওয়াইএসই) পর্ষদেও কাজ করেছেন। এর আগে তিনি নতুন গঠিত স্ট্যানফোর্ড ম্যানেজমেন্ট কোম্পানির প্রথম কার্যনির্বাহী ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করেছেন, যেখানে 1992 থেকে 2000 সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বৃত্তি সংক্রান্ত কাজ দেখাশোনা করেছেন। এসময় সম্পদের পরিমাণ 1. 5 বিলিয়ন ডলার থেকে বেড়ে 9 বিলিয়ন ডলার হয়। কার্টিস হার্ভার্ড বিজনেস স্কুল থেকে এমবিএ এবং টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয় থেকে যন্ত্র প্রকৌশল বিষয়ে বিএস ডিগ্রি অর্জন করেন।

Laura Overdeck

Laura Overdeck

Chair, Overdeck Family Foundation

Laura Overdeck is the Chair of Overdeck Family Foundation and Founder and President of Bedtime Math, a nonprofit that ignites kids’ curiosity and learning by unleashing the fun in math. She is an alumna and former trustee of Princeton University, where she earned a B.A. in astrophysics. She also holds an M.B.A. from the Wharton School of Business and an honorary doctorate from Stevens Institute of Technology. Laura is also vice chair of the board at Liberty Science Center in New Jersey, and serves on the advisory boards for Princeton’s Department of Astrophysical Sciences, Johns Hopkins Center for Talented Youth (CTY), and Governor’s School of New Jersey.

Patricia Levesque

Patricia Levesque

CEO, Foundation for Excellence in Education

Patricia Levesque is the CEO of the Foundation for Excellence in Education (ExcelinEd), a leading education policy and advocacy organization founded by former Florida Governor Jeb Bush. With 25 years of experience, Patricia is a trusted thought leader in education policy and a tireless advocate for student-centered education. Serving as CEO since ExcelinEd’s founding in 2007, Patricia and her team have worked in more than 30 states across the nation to develop customized solutions for policymakers, improving the lives of millions of students and families as a result.

Patricia previously served as Deputy Chief of Staff to Florida Governor Jeb Bush. She serves on advisory boards for Harvard’s Center for Education Policy Research, Stanford’s Hoover Institution Education Success Initiative, and Teach for America’s School Systems Practitioner’s Council. Patricia’s career in public policy also includes service in the State of Florida on the Constitutional Revision Commission and Tax and Budget Reform Commission.

David Siegel

David Siegel

Co-Founder & Co-Chairman, Two Sigma; Chairman, Siegel Family Endowment

David Siegel is a computer scientist, entrepreneur, and philanthropist. He co-founded Two Sigma, a financial sciences company, with the belief that innovative technology and data science could help discover value in the world’s data. Today, Two Sigma drives transformations across the financial services industry in investment management, venture capital, private equity, real estate, and insurance.

David’s philanthropic efforts underscore his conviction that education, science, and technology are the keys to a better world. In keeping with this vision, he founded Siegel Family Endowment in 2011 to support organizations and leaders that will understand and shape the impact of technology on society.

He is a member of the Executive Committee of the MIT Corporation and is Chairman of the Cornell Tech Council. David also serves as Vice-Chair of the Scratch Foundation, an organization he co-founded in 2014 to support Scratch, a programming language and online community for children. In addition, he is a board member of NYC FIRST, FIRST National, Khan Academy, and Stanford’s Center on Philanthropy and Civil Society. David also serves on the board of directors of Hamilton Insurance and Re:Build Manufacturing.

He received his BS in electrical engineering from Princeton and his PhD in computer science from the Massachusetts Institute of Technology, where he conducted research at the Artificial Intelligence Laboratory.

Sanjiv Yajnik

Sanjiv Yajnik

President of Financial Services, Capital One

Sanjiv Yajnik is President of Financial Services at Capital One, which includes overseeing the company’s Auto Finance business. Since taking this role, Capital One has become one of the largest auto lenders in the nation. Additionally, as a true hands-on leader in digital innovation and engineering, Sanjiv holds multiple U.S. patents and has patents pending on digital products.

Sanjiv believes that vibrant businesses and vibrant communities go hand in hand, and he has committed to helping advance socioeconomic mobility, community growth and civic involvement. He holds multiple positions aligned to his personal passions, including serving as the Chairman of the Collin County Business Alliance (CCBA) in Texas, and is a board member and former chair of the nationally-acclaimed Dallas Symphony Association. Additionally, Sanjiv is the former treasurer of NAF, a national network of education, business and community leaders who work together to ensure high school students are college, career and future ready. He also sits on the Board of Directors for CBRE, the world’s largest commercial real estate and investment company. Sanjiv earned an MBA from the University of Western Ontario.

Carlos Rodriguez-Pastor

Carlos Rodriguez-Pastor

Chairman of Intercorp Peru Ltd., Founder / Managing Partner of Nexus Group

Carlos Rodríguez-Pastor is founder and Chairman of Intercorp and founder and Managing Partner of Nexus Group. Intercorp and Nexus Group invest primarily in Peru and the Andean Region and manage portfolio companies in financial services, retail, real estate, education, healthcare, leisure and entertainment and packaging.

He is also Co-Chairman of The Chairman's International Advisory Council of the Americas Society/Council of the Americas, member of The Global Advisory Council at Harvard University and member of the Board of Trustees at The New York Public Library.

Mr. Rodríguez-Pastor is involved in education projects as co-founder and Chairman of Innova Schools and member of the Khan Academy Board.

Mr. Rodriguez-Pastor graduated with a BA in Social Sciences from the University of California at Berkeley in 1983 and obtained an MBA from the Tuck School at Dartmouth College in 1988.

Reed Hastings

Reed Hastings

Founder and Executive Chairman

Reed Hastings became Executive Chairman of Netflix in 2023 after 25 years as CEO. He co-founded Netflix in 1997. In 1991, Reed founded Pure Software, which made tools for software developers. After a 1995 IPO, and several acquisitions, Pure was acquired by Rational Software in 1997. Reed is an active educational philanthropist and served on the California State Board of Education from 2000 to 2004. He is currently on the board of several educational organizations including KIPP and Pahara. Reed is also a board member of The City Fund. He received a B.A. from Bowdoin College in 1983, and an M.S.C.S. in artificial intelligence from Stanford University in 1988. Between Bowdoin and Stanford, Reed served in the Peace Corps as a high school math teacher.

Sal

Sal

প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা

স্যাল তার ভাই-বোনদের (পরে অন্যদের ভাই বোনদেরও) সাহায্য করতে 200 5 সালে খান একাডেমি শুরু করেন। সেইসাথে খান একাডেমির লক্ষ্য এবং দিক নির্দেশনা তৈরি করতে তিনি প্রচুর ভিডিও তৈরি করে যাচ্ছেন (যদিও শুধু তিনি একাই এই কাজ করছেন না)।

স্যাল এমআইটি থেকে তিনটি ডিগ্রি অর্জন এবং হাভার্ড থেকে এমবিএ করেন।


বৈশ্বিক উপদেষ্টামন্ডলী

Scott Cook

Scott Cook

1983 সনে প্রতিষ্ঠিত ইনটুইট ইনকরপোরেট এর সহ-প্রতিষ্ঠাতা স্কট কুক, বর্তমানে প্রতিষ্ঠানটির কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে কর্মরত রয়েছেন। ইনটুইট ইনকরপোরেট প্রতিষ্ঠার আগে তিনি বেইন এন্ড কোম্পানির ব্যাংকিং ও প্রযুক্তি বিভাগের প্রতিবেদন পরামর্শকের ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন। এর পূর্বে তিনি পারিবারিক পণ্যসামগ্রীর জন্য বিখ্যাত প্রোক্টর এন্ড গ্যাম্বল কোম্পানির পণ্য ব্যবস্থাপকসহ বিভিন্ন পদে কাজ করেছেন। এছাড়াও তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্কুলের ডীনের উপদেষ্টা পরিষদ, উইসকন্‌সিন বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ব্র্যান্ড এন্ড প্রোডাক্ট ম্যানেজমেন্ট, ইনটুইট বৃত্তি প্রতিষ্ঠান এবং ভ্যালহালা দাতব্য প্রতিষ্ঠানের সদস্য। তিনি ই-বে এবং পেপালের বোর্ডের সাবেক সদস্য।

John Doerr

John Doerr

জন ডোয়ের 1980 সালে ক্লাইনার পারকিন্স ও বায়ারসে যোগ দেন এবং তখন থেকে বিশ্বের কয়েকজন সফলতম উদ্যোক্তাদের সাহায্য করা যার মধ্যে আছে: গুগলের ল্যারি পেজ, সারগেয় ব্রিন এবং এরিক স্মিথ , আমাজন ডট কম এর জেফ বেজস এবং ইনটুইট এর স্কট কুক এবং বিল ক্যাম্পবেল। জনের ইচ্ছা হল মোবাইল ও সামাজিক যোগাযোগ, গ্রীনটেক ইনোভেশন, শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়নে উদ্যোক্তাদের "নেক্সট বিগ থিংস" তৈরিতে সাহায্য করা। জনের বিভিন্ন উদ্যোগের ফলে 300000 এর বেশি নতুন কর্মক্ষেত্র সৃষ্টি হয়েছে। জন কয়েকটি বেসরকারী প্রযুক্তিগত উদ্যোগের পাশাপাশি এমিরিস, গুগল ও জিঙ্গা এর পরিষদে কাজ করেছেন। এছাড়াও তিনি টুইটারে কেপিসিবি এর বিনিয়োগ পরিচালনা করেন।

কেপিসিবি ছাড়াও জন উদ্যোক্তাদের পরিবেশ, সর্বজনীন শিক্ষা ও বিশ্ব দারিদ্র্য দূরীকরণের ক্ষেত্রে সাহায্য করেন। এর মধ্যে আছে নিউস্কুল ডট অর্গ, টেকনেট ডট অর্গ, ক্লাইমেট রিয়েলিটি প্রজেক্ট এবং ওয়ান ডট অর্গ। রিচ ইউনিভার্সিটি থেকে জন তড়িৎ প্রকৌশলে তার বি এস ও এম এস ডিগ্রি এবং হার্ভার্ড বিজনেস স্কুল থেকে এম বি এ ডিগ্রি লাভ কর। এছাড়া ও তাঁর কম্পিউটার মেমোরি ডিভাইসের কতগুলো পেটেন্ট আছে। জন আমেরিকান একাডেমি অফ আর্টস ও সাইন্স এবং মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার " জব এন্ড কম্পিটেটিভেনেস" সভার সদস্য।

Bill Gates

Bill Gates

বিল গেটস, বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সহ প্রতিষ্ঠাতা। 1975 সালে বিল গেটস পল অ্যালেনের সাথে মাইক্রোসফট প্রতিষ্ঠা কর এবং প্রতিষ্ঠানটিকে ব্যবসা, ব্যক্তিগত সফটওয়্যার এবং সেবার ক্ষেত্রে বিশ্বের সেরা প্রতিষ্ঠানে পরিণত করার জন্য পরিচালনা কর।

বিশ্বের অবহেলিত মানুষদের জন্য সুযোগ সৃষ্টির লক্ষ্যে বিল গেটস তার পূর্ণ মনোযোগ এই প্রতিষ্ঠানে দেওয়া শুরু করেন। সহ প্রতিষ্ঠাতা মেলিন্ডা গেটসকে সাথে নিয়ে এই প্রতিষ্ঠানের উন্নতির কৌশল এবং সার্বিক দিক নির্দেশনা ঠিক করেন। 2010 সালে বিল, মেলিন্ডা এবং ওয়ারেন বাফেট "গিভিং প্লেজ" প্রতিষ্ঠা করেন। এটি এমন একটি উদ্যোগ যেখানে বিত্তবান ও বিত্তশালী পরিবারগুলো জীবদ্দশায় তাদের উপার্জিত সম্পদের অর্ধেকের বেশি মানব সেবায় এবং দাতব্য সংস্থানে দান করার জন্য জনসম্মুখে অঙ্গীকার করেন বা উইল করেন।

Jorge Paulo Lemann

Jorge Paulo Lemann

জর্জ পাউলো লেমান, লেমান ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং থ্রী-জি ক্যাপিটাল নামক একটি বৈশ্বিক বিনিয়োগ ফার্মের সহপ্রতিষ্ঠাতা ও পরিচালক, যেটি ব্র্যান্ড এবং ব্যবসার সম্ভাবনার উত্তরোত্তর বৃদ্ধির উপর জোর দিয়ে দীর্ঘমেয়াদি মূল্যের প্রতি দৃঢ়ভাবে লক্ষ্য নিবদ্ধ রাখে। তিনি এনহাইজার-বাস ইনবেভ বোর্ডের অংশীদার ও সদস্য এবং ক্র্যাফট হেইঞ্জ কোম্পানি বোর্ডেরও সদস্য। ক্রেডিট সুইসে ফার্স্ট বোস্টনের কাছে বিক্রি হয়ে যাওয়ার আগ পর্যন্ত তিনি ব্রাজিলের বাংকো দে ইনভেস্টিমেন্তোস গ্যারানশিয়া কোম্পানির প্রধান কার্যনির্বাহী ও প্রতিষ্ঠাতা অংশীদার ছিলেন। তিনি জিলেট কোম্পানি এবং সুইস রিইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদের দায়িত্বও পালন করেছেন। এছাড়াও তিনি ডেমিলার ক্রিস্লার এবং ক্রেডিট সুইস গ্রুপের উপদেষ্টা বোর্ডে দায়িত্ব পালন করেছেন। সেই সাথে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের ল্যাতিন আমেরিকান উপদেষ্টা বোর্ডে সভাপতিত্ব করেন।

জর্জ হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে বি এ ডিগ্রি লাভ করেন এবং তার পূর্বে হার্ভার্ড বিসনেস স্কুলের উপদেষ্টা পরিষদে নিযুক্ত ছিলেন।

Susan McCaw

Susan McCaw

Susan McCaw is president of SRM Capital Investments, a private investment firm. From 2005–2007, Mrs. McCaw served as the US Ambassador to the Republic of Austria. She is a former member of Stanford University’s Board of Trustees and served as Co-Chair of Stanford’s $1 billion Campaign for Undergraduate Education.

Susan serves on several boards including Lions Gate Entertainment Corp (NYSE: LGF.B), Teach For America, the Ronald Reagan Presidential Foundation, and the Stanford Institute for Economic Policy Research. She is also an Overseer at the Hoover Institution where she is vice chair of the executive committee. In addition, she is a founding board member and board chair of the Malala Fund for Girls’ Education. Susan also serves on the Knight-Hennessy Scholars Global Advisory Board and Harvard Business School’s Board of Dean’s Advisors, and is a member of the Council on Foreign Relations and the Council of American Ambassadors.

Craig McCaw

Craig McCaw

ক্রেইগ ম্যাকও ইগল রিভার ইনকর্পোরেট নামক বেসরকারি বিনিয়োগ প্রতিষ্ঠানের পরিচালক ও প্রধান নির্বাহী, যে প্রতিষ্ঠানের লক্ষ্য হল যোগাযোগ শিল্পে কৌশলগত বিনিয়োগ। মি. ম্যাকো একজন অভিজ্ঞ টেলিযোগাযোগ উদ্যোক্তা যিনি গত 30 বছরে ক্যাবল, সেলুলার টেলিফোন, তারহীন ব্রডব্যান্ড ও স্যাটেলাইট শিল্পে অনেক সফল কোম্পানির শুরু কর ও প্রতিষ্ঠা কর। 1994 সালে ম্যাকাও সেলুলার কোম্পানিটির "এটি এন্ড টি" কর্পোরেশন এর কাছে বিক্রি হওয়ার আগ পর্যন্ত তিনি এর পরিচালক ও প্রধান নির্বাহী হিসেবে কাজ কর যেটাকে তিনি দেশের শীর্ষ সেলুলার সেবা প্রদানকারী কোম্পানিতে পরিণত কর। ম্যাকাও সেলুলার বিক্রয়ের পরে মি.ম্যাকাও নেক্সটেল কমিউনিকেশন্স পুনর্গঠন কর এবং যুক্তরাষ্ট্রে ও এর বাইরে নেক্সটেলের সহযোগী প্রতিষ্ঠান এবং অন্যান্য যোগাযোগ কোম্পানি প্রতিষ্ঠা কর। 2003 সালে মি. ম্যাকাও "ক্লিয়ারঅয়ার কর্পোরেশন" নামক একটি তারহীন ব্রডব্যান্ড কোম্পানিটি যৌথভাবে প্রতিষ্ঠা কর এবং এর পরিচালক ও প্রধান নির্বাহী হিসেবে কাজ কর। মি.ম্যাকাও, ক্রেইগ এন্ড সুসান ম্যাকাও ফাউন্ডেশনের সভাপতি যা শিক্ষা, পরিবেশ এবং আন্তর্জাতিক অর্থনৈতিক উন্নয়ন প্রকল্পে সহায়তা করে। সমস্ত কর্মজীবন জুড়ে তিনি বিভিন্ন কর্পোরেট ও জনসেবামূলক পরিষদে কাজ করেছেন যার মধ্যে কনসার্ভেশন ইন্টার্ন্যাশনাল, ন্যাশনাল সিকিউরিটি টেলিকমিউনিকেশন্স অ্যাডভাইজরি কমিটি, একাডেমি অব অ্যাচিভমেন্ট, হরেশিও অ্যালজার এসোসিয়েশন অব ডিস্টিঙ্গুইসড আমেরিকান এবং ফ্রেন্ডস অফ নেলসন ম্যান্ডেলা ফাউন্ডেশন। বর্তমানে তিনি ন্যাচার কনসার্ভেন্স বোর্ডের পরিচালক হিসেবে আছেন।

Signe Ostby

Signe Ostby

সিগনি অস্টবে, প্রকটের এন্ড গ্যাম্বল কম্পানিতে পণ্য সহকারী হিসেবে তাঁর কর্মজীবন শুরু কর এবং কোম্পানিকে সঞ্চয় পদ্ধতির সাথে পরিচিত কর। পি এন্ড জি ছেড়ে হাইটেকে তিনি তাঁর জন্য উপযুক্ত স্থান খুঁজে পাবার আগে ক্লরক্স এ সংক্ষিপ্ত সময় চাকরি কর। অস্টবে তার সফটওয়্যার প্রকাশনা কর্পোরেশন, ব্যক্তিগত কম্পিউটারের জন্য ফলপ্রসূ সফটওয়্যার তৈরি এবং সফটওয়্যার পণ্যের পরীক্ষামূলক প্রচারণা শুরু করে। পরবর্তীকালে অস্টবে কেনাবেচার কৌশলগত পরামর্শদাতা হিসেবে বিভিন্ন ব্যক্তিগত কম্পিউটারের সফটওয়্যার ও হার্ডওয়্যার কোম্পানিতে কাজ কর। সাথে সাথে তিনি খুচরা ভাবে পণ্য বিক্রির জন্য হাইটেক কোম্পানিগুলাকে একসাথে অনেক ভোক্তা পণ্য ধারনা দেওয়ার জন্য কয়েকটি সেমিনার কর।

অস্‌টবাই এবং তার স্বামী স্কট কুক উইস্‌কন্‌সিন স্কুল অব বিজনেসে ব্র্যান্ড ও পণ্য ব্যবস্থাপনার জন্য একটি কেন্দ্র প্রতিষ্ঠা করেন এবং ঐ কেন্দ্রের উপদেষ্টা বোর্ডে কাজ করা শুরু করেন। এছাড়া তিনি উইস্‌কনসিন স্কুল অব বিজনেসের ডীনের উপদেষ্টা বোর্ডে কাজ করেন এবং তিনি পরিবেশ প্রতিরক্ষা ফান্ড, ইনটুইট স্কলারশিপ ফাউন্ডেশন ও ভ্যালহেলা চ্যারিটেবলের পরিচালক। মানবহিতৈষী কাজ ছাড়াও তিনি তাঁর সেরা ঘোড়াদের সঠিক ভাবে লালন পালন, প্রজনন, প্রশিক্ষণ দিয়ে সেগুলো প্রদর্শন করে থাকেন।

John Overdeck

John Overdeck

জন ওভারডিক নিউইয়র্ক ভিত্তিক বিনিয়োগ ব্যবস্থাপনা তহবিল " টু সিগমা ইনভেস্টমেন্ট, এল পি" এর সহপ্রতিষ্ঠাতা ও সহ পরিচালক যেটা মক্কেলদের জন্য নিয়মানুগ বাণিজ্য পদ্ধতি তৈরি করে। পূর্বে তিনি ডি.ই. শ' এন্ড কোং এর ব্যবস্থাপনা পরিচালক এবং আমাজন ডট কম এর সহ সভাপতি ছিলেন। জন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে গণিতে স্নাতক এবং পরিসংখ্যানে স্নাতকোত্তর ডিগ্রি লাভ কর। জন ওভারডিক ফ্যামিলি ফাউন্ডেশনের সভাপতি, জাতীয় গনিত জাদুঘরের সহপরিচালক হওয়ার পাশাপাশি রবিনহুড ফাউন্ডেশন এবং ইনিস্টিটিউট ফর অ্যাডভান্স স্টাডি এর পরিচালক।

Laurene Powell Jobs

Laurene Powell Jobs

লরেন্স পাউয়েল জবস এমারসন কালেকটিভ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি। এই সংস্থাটি সেসব সামাজিক উদ্যোক্তাদের সাহায্য করে যারা আদর্শের দিক থেকে প্রতিজ্ঞবদ্ধ এবং বিশ্বাস করে যে প্রত্যেকের নিজস্ব সম্ভবনা নিয়ে বাঁচার অধিকার আছে।

এছাড়াও তিনি কলেজ ট্র্যাক পরিচালনা পরিষদের সভাপতি হিসেবেও কাজ কর। 1997 সালে তিনি হাইস্কুলের অনগ্রসর শিক্ষার্থীদের কলেজে সফলতা লাভের জন্য একটি কার্যক্রম শুরু করেন। এমারসন কালেকটিভ এবং কলেজ ট্র্যাকে কাজ করার পাশাপাশি তিনি নিউস্কুল ভেনচার ফান্ড, টীচ ফর অল, অজি মিডিয়া, কনসারভেশন ইন্টারন্যাশনাল এন্ড স্ট্যানফোর্ড ইউনিভারসিটির পরিচালনা পরিষদেও কাজ করেন। এছাড়াও তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক পরিষদের সভাপতির উপদেষ্টা পর্ষদের সদস্য। তিনি পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় থেকে বিএ এবং বিএসই ডিগ্রি এবং স্ট্যানফোর্ড গ্রাজুয়েট স্কুল অব বিজনেস থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন।

Eric Schmidt

Eric Schmidt

এরিক স্মিথ অ্যালফাবেট ইনকর্পোরেটের নির্বাহী পরিচালক। তিনি কোম্পানির সকল প্রকার বাহ্যিক বিষয়ের দায়িত্বে আছেন যার মধ্যে আছে গুগল ইনকর্পোরেট, তাদের প্রধান নির্বাহী কর্মকর্তাদের উপদেশ এবং ব্যবসা ও নীতি বিষয়ে নেতৃত্ব দেওয়া।

অ্যালফাবেট প্রতিষ্ঠার পূর্বে এরিক চার বছর গুগল ইনকর্পোরেটের চেয়ারম্যান ছিলেন। 2001 থেকে 2011 পর্যন্ত এরিক গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ কর এবং প্রতিষ্ঠাতা সারগে ব্রিন ও ল্যারী পেইজ এর পাশাপাশি কোম্পানির প্রযুক্তিগত ও ব্যবসায়িক কৌশল পর্যবেক্ষণ কর। তাঁর নেতৃত্বে উদ্ভাবনের সংস্কৃতি ঠিক রেখে গুগল সিলিকন ভ্যালী থেকে যাত্রা শুরু করে নাটকীয় ভাবে অবকাঠামো উন্নয়ন ও এর পণ্যসেবার প্রসার ঘটিয়ে প্রযুক্তিতে বিশ্বের সেরা অবস্থানে দখল করে।

গুগলে যোগদানের আগে এরিক নভেল এর পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সান মাইক্রোসিস্টেম ইনকর্পোরেটের প্রধান প্রযুক্তি কর্মকর্তা ছিলেন। পূর্বে তিনি জেরক্স পালো আল্টো রিসার্চ সেন্টার (পিএ আর সি), বেল ল্যাবরেটরিজ এবং জিলগ এর গবেষণা সহকারী হিসেবে কাজ কর। তিনি প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে তড়িৎ প্রকৌশলে স্নাতক ডিগ্রির পাশাপাশি বারকেলের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞানে স্নাতকোত্তর ও পি এইচ ডি ডিগ্রি লাভ কর।

এরিক বিজ্ঞান বিষয়ক প্রেসিডেন্ট উপদেষ্টা পরিষদের সদস্য। তিনি 2006 সালে ন্যাশনাল একাডেমি অব ইঞ্জিনিয়ারিং এর জন্য মনোনীত হন এবং 2007 সালে আমেরিকান একাডেমি অব আর্টস এন্ড সাইন্স সহকারী হিসেবে অভিষিক্ত হন। এছাড়াও তিনি নিউ আমেরিকা ফাউন্ডেশন বোর্ডের সভাপতির দায়িত্ব পালন কর এবং 2008 সাল থেকে নিউজার্সির প্রিন্সিটনে ইনস্টিটিউট ফর অ্যাডভান্সড স্টাডির তত্ত্বাবধায়ক হিসেবে আছেন। 2012 থেকে এরিক বোর্ড ইনস্টিটিউটের বোর্ডে এবং মায়ো ক্লিনিকে আছেন। 2013 সালে এরিক ও জারড কোহেন সম্মিলিতভাবে ''দ্যা নিউ ডিজিটাল এইজ: ট্রান্সফর্মিং ন্যাশন্‌স, বিজনেস এন্ড আওয়ার লাইভস" নামক একটি বই রচনা কর যা নিউইয়র্ক টাইমস এর সর্বাধিক বিক্রিত বই। 2014 এর সেপ্টেম্বেরে এরিক এবং জোনাথন রোজেনবার্গ, অ্যালান এগলের সাথে মিলে তাঁর দ্বিতীয় সর্বাধিক বিক্রিত বই ''হাউ গুগোল ওয়ার্ক্স'' প্রকাশ কর।

James Manyika

James Manyika

James is a Senior Vice President at Google. He focuses on Technology and Society, on issues ranging from AI to the future of work and the digital economy, computing infrastructure, sustainability that have the potential for broad impact on society.

Prior to Google, he spent over 25 years at McKinsey & Company, including serving on its board, and is now Senior Partner emeritus and Chair emeritus of the McKinsey Global Institute (MGI). Based in Silicon Valley, James advised the chief executives of many of the world’s leading tech companies. He led MGI for 13 years, including leading research on technology’s impact on business, the economy and society, as well as on other global economy trends.

He was appointed by President Obama to serve as Vice Chair of the Global Development Council at the White House, and by two US Commerce Secretaries to the Digital Economy Board and the National Innovation Board. He serves on the boards of the Council on Foreign Relations, Hewlett and MacArthur foundations.

He is a Visiting Professor at Oxford’s School of Government and a member of the National Academies of Science, Engineering and Medicine’s Committee on Responsible Computing. He serves on the board of the Broad Institute of MIT and Harvard and on advisory boards of research institutes at Stanford, Havard, Oxford, and Toronto.

He has been elected a Fellow of the American Academy of Arts and Sciences, a Distinguished Fellow of Stanford’s AI Institute, a Distinguished Fellow in Ethics & AI at Oxford, a Visiting Fellow of All Souls College and a Fellow of Balliol College, Oxford. A Rhodes Scholar, James has a DPhil, MSc, MA from Oxford in AI and robotics, mathematics and computer science, a BSc in electrical engineering from the University of Zimbabwe.

Daniel C. Benton

Daniel C. Benton

CEO, Benton Capital Management

Dan Benton is one of the top technology investors of his generation. After co-founding Andor Capital Management in 2001, Benton served as CEO until closing the firm after a successful 15-year run. He now manages Benton Capital Management, a private family office.

In 1980, Benton graduated magna cum laude with a BA in Mathematics from Colgate University. He went on to Harvard University for his MBA and, in 2010, was awarded an honorary LHD from Colgate.

Benton began his career as a securities analyst at Goldman Sachs in the mid-1980s. In 1993, Benton joined Dawson Samberg Capital Management as a technology analyst and portfolio manager. He later served as President of Pequot Capital Management (the successor firm to Dawson Samberg), where he managed the firm’s public market technology funds and team.

Benton has served on the board of Colgate since 2001 and is the largest benefactor in the university’s 200-year history. He also serves on the boards of The Hospital for Special Surgery (HSS) and Horace Mann School.

Carlos Slim

Carlos Slim

কার্লোস স্লিম হেলু একজন ইঞ্জিনিয়ার যিনি ইউনিভারসিডাড ন্যাসিওনাল অতনোমা দে মেক্সিকো (ইউএনএএম ) তে পড়াশুনা করেছেন এবং ঐ সময় বীজগনিত ও লিনিয়ার প্রোগ্রামিং এর অধ্যাপক ছিলেন। তিনি 1952 সাল থেকে একজন বিনিয়োগকারী এবং 25 বছর বয়েসে ইনবুরসা এন্ড গ্রুপো কারসো প্রতিষ্ঠা কর যা বর্তমানে 40টির বেশি দেশে বিভিন্ন কাজে যুক্ত জেমন: শিল্পপ্রতিষ্ঠান, নির্মাণকাজ, টেলিযোগাযোগ, আর্থিক কাজ, শক্তি, খনন কাজ, অবকাঠামো, আবাসন শিল্প ও অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে।

1996 সালে তিনি কার্লোস স্লিম ফান্দেশিওন প্রতিষ্ঠা কর সবচেয়ে অরক্ষিত জনগনের উপর প্রভাব রাখার জন্য; এই প্রতিষ্ঠানের মাধ্যমে সরাসরি লক্ষ লক্ষ মানুষ উপকৃত হয়েছে। সামাজিক দায়িত্ব, সক্ষমতা এবং প্রমাণিত ফলাফল নিয়ে এই ফাউন্ডেশনের বিভিন্ন ক্ষেত্রে কার্যক্রম আছে,যেমন: শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্য, পুষ্টি, সামাজিক ন্যায়বিচার, সংস্কৃতি, মানব উন্নয়ন, প্রাকৃতিক দুর্যোগে সাহায্য, পরিবেশ রক্ষা ও সংরক্ষণ এবং অর্থনৈতিক উন্নয়ন। এই সব কার্যক্রম সকল বয়সের মানুষের জীবন মান উন্নয়নে, তাদের সম্প্রদায়ের জন্য, তাদের দেশের জন্য মানব মূলধনের উন্নয়ন এবং জনগণের জন্য সুযোগ সৃষ্টির ক্ষেত্রে সাহস যোগায়। তিনি তাঁর ব্যবসা ও মানবহিতৈষী কাজের জন্য অসংখ্য পুরস্কার পেয়েছেন। তিনি ইতিহাস ভালোবাসেন বিশেষ করে সভ্যতার পরিবর্তন এবং মানব উৎপত্তি, জ্যোতির্বিদ্যা, প্রকৃতি, সংস্কৃতি, খেলাধুলা এবং সবার প্রথমে তাঁর পরিবার ও বন্ধুবান্ধব। তিনি ছয় সন্তানের জনক।

Ratan Tata

Ratan Tata

রতন টাটা একজন ভারতীয় ব্যবসায়ী, বিনিয়োগকারী, মানবহিতৈষী এবং টাটা সন্স এর এমিরেটস পরিচালক। 1962 সালে টাটা গ্রূপে ক্যারিয়ার শুরু করার পর 1991 থেকে 2012 পর্যন্ত তিনি টাটা গ্রূপের সভাপতি ছিলেন যার মুম্বাই ভিত্তিক বিশ্বব্যাপী ব্যবসা ছিল। তিনি টাটা গ্রূপের দাতব্য প্রতিষ্ঠানের প্রধান হিসেবে আছেন। তিনি অ্যালকোয়া ইনকর্পোরেট পরিষদের একজন পরিচালক এবং প্রিৎজার পুরস্কারের জুরি প্যানেলে কাজ কর। এছাড়াও তিনি সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, করনেল ইউনিভার্সিটি, হার্ভার্ড বিজনেস স্কুল বোর্ডের ডীনের উপদেষ্টা এবং এক্সপ্রাইজের ট্রাস্টি বোর্ডের সদস্য।


থট লিডারশীপ কাউন্সিল

Russlynn Ali

Russlynn Ali

রাস্লিন বিশ্বাস কর যে,শিক্ষা হল আত্মনির্ভরশীলতার ভিত্তি। একারণে তিনি 2009 থেকে 2012 সাল পর্যন্ত মার্কিন শিক্ষা বিভাগে নাগরিক অধিকারের জন্য সহকারী সচিব হিসেবে কাজ করেছেন। সমতা এবং নাগরিক অধিকার বিষয়ে সচিব আরনে ডানকানের মুখ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন কর এবং 600 এর বেশি আইনজীবীদের নেতৃত্ব দেন যারা শিক্ষায় নাগরিক অধিকার জারি আবারও সক্রিয় করে তুলতে পারেন। একারণে ওবামা প্রশাসনে যোগদানের পূর্বে রাস্লিন ওয়াশিংটন ডিসিতে এডুকেশন ট্রাস্টের সহ-সভাপতি হিসেবে কাজ কর এবং ওকল্যান্ডে এডুকেশন ট্রাস্ট ওয়েস্ট প্রতিষ্ঠা ও পরিচালনা কর।

এজন্য এখন রাসলিন এমারসন কালেক্টিভস-এ চিন্তাবিদ হিসেবে এবং মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছেন। এমারসনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তিনি যুক্তরাষ্ট্রের শিক্ষা সমতা নিশ্চিত করার জন্য সঠিক বিনিয়োগ নীতি এবং অন্যান্য প্রতিষ্ঠানের সাথে সহায়তা বৃদ্ধির লক্ষ্যে কাজ করেছেন। আর এজন্যই রাসলিন আমেরিকার বিদ্যালয়গুলোকে নতুন রূপে প্রতিষ্ঠার জন্য এক্সকিউ ইনস্টিটিউট গড়ে তোলেন। তিনি এই প্রতিষ্ঠানের একজন সদস্য এবং সিইও। এক্সকিউ ইনস্টিটিউটের লক্ষ্য হল তরুণ প্রজন্মের জন্য নতুন শিখন পদ্ধতি তৈরি করা যাতে করে তাদের সামনে বিশ্বের সম্ভাবনার এক নতুন দুয়ার খুলে যায়। এর প্রথম উদ্যোগ ছিল এক্সকিউ: দ্যা সুপার স্কুল প্রজেক্ট। এটি আমেরিকার শিক্ষার্থী, শিক্ষক, প্রশাসক, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী, উদ্যোক্তা, শিল্পী, পরিকল্পনাবিদ সকলের জন্য এমন একটি উন্মুক্ত প্লাটফরম যেখানে সবাই একসাথে এই লক্ষ্যে কাজ করেছে যেন আমেরিকার মাধ্যমিক শিক্ষায় অভূতপূর্ব পরিবর্তন এনে শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য দক্ষ করে গড়ে তোলা যায়।

David Coleman

David Coleman

ডেভিড শিক্ষাবিদদের একটি পরিবারে বেড়ে ওঠেন এবং পরবর্তীতে তাদের অনুসরণ কর। ইয়েল বিশ্ববিদ্যালয়ে প্রবেশের পূর্বে তিনি নিউইয়র্ক শহরের একটি বেসরকারি বিদ্যালয়ে ভর্তি হন। ইয়েলে তিনি দরিদ্র পরিবার থেকে আসা হাইস্কুল শিক্ষার্থীদের পড়তে শেখান এবং উদ্ভাবনী সামাজিক সেবা প্রকল্প হিসেবে তিনি নিউহ্যাভেন শহরের অভ্যন্তরীণ শিক্ষার্থীদের জন্য একটি শাখা চালু। শাখাটির সাফল্যের জন্য তিনি রোডস স্কলারশিপ লাভ কর যা তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্য এবং ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে সনাতনী শিক্ষাদর্শন বিষয়ে পড়ার জন্য ব্যবহার কর। তিনি যুক্তরাষ্ট্রে ফিরে এসে ম্যাকেঞ্জি & কোম্পানিতে পাঁচ বছর কাজ কর যেখানে তিনি শিক্ষা নিয়ে বেশিরভাগ কাজ কর।

একদল শিক্ষাবিদদের নিয়ে ডেভিড "গ্রো নেটওয়ার্ক" প্রতিষ্ঠা কর যা মূল্যায়নের ফলাফলকে শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীদের জন্য সত্যিকার অর্থে প্রয়োজনীয় করে তোলার জন্য প্রতিজ্ঞবদ্ধ। গ্রো নেটওয়ার্ক শিক্ষার্থীদের প্রত্যেকের শিখন সহায়কের পাশাপাশি অভিভাবক ও শিক্ষকদের জন্য বিশেষ সাফল্য সমন্বিত বিবরণ প্রদান করে। ম্যাগ্রো-হিল 2005 সালে গ্রো নেটওয়ার্ক কিনে নেন।

2007 সালে ডেভিড ম্যাকগ্রা-হিল ছাড়েন এবং অলাভজনক সংস্থা "স্টুডেন্ট এচিভমেন্ট পার্টনারস" সহ-প্রতিষ্ঠা কর যেটা শিক্ষাবিদ ও গবেষকদেরকে শিক্ষার্থীদের শিখনফলের উন্নতিতে তথ্য প্রমাণ ভিত্তিক কর্মপরিকল্পনা নকশা করার জন্য একত্রিত কর। স্টুডেন্ট এচিভমেন্ট পার্টনারস সাহিত্য ও গনিতে কমন কোর মানদণ্ডের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখে। ডেভিড কলেজ বোর্ডের সভাপতি হওয়ার জন্য 2012 সালে স্টুডেন্ট এচিভমেন্ট পার্টনারস ছেড়ে দেন।

ডেভিড 2013 সালে টাইমস ম্যাগাজিনের বিশ্বের 100 জন প্রভাবশালী ব্যক্তিত্বের বার্ষিক তালিকায় আসেন। তিনি টাইমস ম্যাগাজিনের '' ইলেভেন এডুকেশন অ্যাক্টিভিস্ট ফর 2011'' এর একজন হিসেবে স্বীকৃত হন এবং 2012 সালের নিউস্কুলস ভেনচার ফান্ড চেঞ্জ এজেন্টদের মধ্যে একজন ছিলেন। তিনি দুই সন্তানের গর্বিত বাবা।

Linda Darling-Hammond

Linda Darling-Hammond

লিন্ডা ডার্লিং হ্যামন্ড লার্নিং পলিসি ইনস্টিটিউটের সভাপতিত্ব করার পাশাপাশি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্ট্যানফোর্ড চেন্তার ফর অপর্চুনিটি পলিসি ইন এডুকেশন এর এডুকেশন এমেরিটাস এবং ফ্যাকাল্টি ডিরেক্টর। তিনি মার্কিন শিক্ষা গবেষণা সংস্থার প্রাক্তন সভাপতি এবং জাতীয় শিক্ষা কমিটির সদস্য, পাশাপাশি আমেরিকান একাডেমি অফ আর্টস এন্ড সাইন্স এর সদস্য। তাঁর গবেষণা ও কাজগুলো শিক্ষায় সাম্য, শিক্ষণ দক্ষতা, বিদ্যালয় পুনর্গঠন বিষয়গুলোকে ফোকাস করে। তিনি স্থানীয়, রাষ্ট্রীয়, ফেডারেল স্তরের বিভিন্ন স্কুল প্রধান ও নীতিনির্ধারকদের পরামর্শদাতা হিসেবে কাজ করেছেন। 2008 সালে তিনি প্রেসিডেন্ট ওবামার শিক্ষা নীতি রূপান্তর দলের পরিচালক হিসেবে কাজ করেছিলেন। 400 এর অধিক প্রকাশনার মধ্যে তাঁর বই "দ্যা ফ্ল্যাট ওয়ার্ল্ড এন্ড এডুকেশন: হাউ আমেরিকা'স কমিটমেন্ট টু ইকুইটি উইল ডিটারমাইন আউর ফিউচার" 2012 সালে জনপ্রিয় গ্রাবেমাইয়র পুরস্কার লাভ করে।

ডার্লিং হ্যামন্ড 1973 সালে ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে তাঁর বি.এ. (ম্যাগ্না কাম ল্যড) এবং 1978 সালে টেম্পল বিশ্ববিদ্যালয় থেকে আরবান এডুকেশনে (সর্বোচ্চ সম্মান নিয়ে) এড.ডি. ডিগ্রি লাভ কর। তিনি যুক্তরাষ্ট্র ও বিদেশের 14 টি বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিগ্রি লাভ কর এবং গবেষণা, নীতি এবং চর্চার ক্ষেত্রে তাঁর অবদানের জন্য অসংখ্য পুরস্কার লাভ কর।

Arne Duncan

Arne Duncan

এমারসন কালেক্টিভের ব্যবস্থাপনা অংশীদার হিসেবে সাবেক মার্কিন শিক্ষা সচিব আর্নে ডানকান তাঁর নিজ শহরের অল্প বয়স্ক তরুণদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে শিকাগো ফিরে আসেন। স্থানীয় ব্যবসা প্রধান, কমিউনিটি সংগঠক ও অলাভজনক প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে ডানকান 17 থেকে 24 বছর বয়সী বিচ্ছিন্ন তরুণদের জন্য জীবন ও কাজের সুযোগ সৃষ্টির লক্ষ্যে কাজ শুরু কর।

ওবামা প্রশাসনে যোগদানের পূর্বে ডানকান শিকাগো পাবলিক স্কুলের প্রধান নির্বাহী হিসেবে কাজ কর। 2001 থেকে 2008 সালের মধ্যে একটি শিক্ষাসূচির জন্য শহরের স্টেকহোল্ডারদের একত্রিত করে প্রশংসা কুড়ান যার মধ্যে 100 নতুন বিদ্যালয় স্থাপন, বিদ্যালয়ের সময় বৃদ্ধি, গ্রীষ্মকালীন শিক্ষা, শিশুকাল, কলেজে প্রবেশ কার্যক্রম, শিক্ষকদের সক্ষমতার ব্যাপক উন্নতিসাধন এবং বিভিন্ন শিক্ষা উদ্যোগের অংশ হিসেবে সরকারি-বেসরকারি অংশীদার গঠন। ডানকান 1987 সালে সমাজবিজ্ঞানে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ম্যাগনা কাম ল্যড (একটি সম্মানজনক উপাধী) নিয়ে স্নাতক সম্পন্ন কর। হার্ভার্ডে থাকাকালীন তিনি বাস্কেটবল দলের সহঅধিনায়ক ছিলেন এবং প্রথম দল হিসেবে একাডেমিক অল আমেরিকান হিসেবে আখ্যায়িত হন।

Anne Finucane

Anne Finucane

অ্যান এম. ফিনিকান হলেন ব্যাংক অফ আমেরিকার সহ-সভাপতি এবং কোম্পানির নির্বাহী ব্যবস্থাপনা বিভাগের সদস্য। তিনি ব্যাংক অফ আমেরিকার কৌশলগত অবস্থানের দায়িত্বে আছেন এবং কোম্পানির পরিবেশ, সামাজিক এবং পরিচালনা (ইএসজি) এর নেতৃত্ব দেন। এছাড়াও, তিনি লোকনীতি, গ্রাহক গবেষণা ও বিশ্লেষণ, সার্বজনীন বাজারকরণ এবং যোগাযোগ সংক্রান্ত বিষয়সমূহ দেখাশোনা কর। ফিনিকান ব্যাংক অফ আমেরিকার ইএসজি কমিটির প্রধান, যা সব কোম্পানির ইএসজি প্রয়াসকে পরিচালনা করে। তিনি ব্যাংক অফ আমেরিকার পরিবেশ বাণিজ্য উদ্যোগের 125 বিলিয়ন ডলারের দায়িত্বে আছেন যার মধ্যে 10 বিলিয়ন ডলার হল ক্যাটালিটিক ফিন্যান্স ইনিশিয়েটিভের, যা প্রভাবশালী শক্তি প্রকল্পে নতুন বিনিয়োগকে উৎসাহিত করে। তিনি কোম্পানির 1.2 বিলিয়ন ডলারের কমিউনিটি ডেভেলপমেন্ট ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের দপ্তর দেখাশোনা কর এবং ব্যাংক অফ আমেরিকার 10 বছরের 1.5 ট্রিলিয়ন ডলারের সামাজিক উন্নয়ন সংক্রান্ত ঋণ ও বিনিয়োগের লক্ষ্য অর্জন করতে সহায়তা কর, যা যুক্তরাষ্ট্রের যেকোন অর্থনৈতিক প্রতিষ্ঠানের এ ধরনের লক্ষ্যের মধ্যে বৃহত্তম। তিনি ব্যাংক অফ আমেরিকা চ্যারিটেবল ফাউন্ডেশনেরও প্রধান, যার লক্ষ্য 10 বছরে 2 বিলিয়ন ডলার দাতব্য সহায়তা প্রদান। ফিনিকান বিভিন্ন সামাজিক কাজে এবং কর্পোরেট ও অলাভজনক উভয় ক্ষেত্রেই পরিচালক পর্যায়ে অবদান রেখেছেন, যার মধ্যে আছে কার্নেগি হল, ন্যাশনাল সেপ্টেম্বর 11 মেমোরিয়াল এন্ড মিউজিয়াম, দ্যা আমেরিকান আয়ারল্যান্ড ফান্ড, দ্যা জন এফ কেনেডি লাইব্রেরি ফাউন্ডেশন, সিভিএস হেলথ, ব্রিগহ্যাম এন্ড উইমেন'স হসপিটাল, পার্টনার্স হেলথকেয়ার এবং স্পেশাল অলিম্পিকস। তিনি যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের বৈদেশিক নীতি নির্ধারণী বিভাগে কাজ কর এবং তিনি কাউন্সিল অন ফরেন রিলেশন্সেরও একজন সদস্য।

ফিনিকান অসংখ্য পেশাদার এবং জনসেবা মূলক কাজে সুনাম অর্জন করেছেন। সাম্প্রতিককালে তিনি এডউইক 2016 এর প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন, যেখানে মার্কেটিং, গণমাধ্যম এবং প্রযুক্তি ক্ষেত্রে 100 জন নেতৃত্বদানকারী ব্যক্তির তালিকা করা হয়। 2013 সালে তিনি নিউ ইয়র্ক উইমেন ইন কমিউনিকেশন ম্যাট্রিক্স অ্যাওয়ার্ড, যা গণমাধ্যম ক্ষেত্রে আজীবন সম্মাননা এবং ইনঅ্যাগুরাল ইন্টারন্যাশনাল উইমেন'স মিডিয়া ফাউন্ডেশন লিডারশীপ অ্যাওয়ার্ড অর্জন কর। তিনি 2013 সালে অ্যাডভার্টাইসিং উইমেন নিউ ইয়র্ক এর অ্যাডভার্টাইসিং উইমেন অফ দ্যা ইয়ার নির্বাচিত হয়েছেন। বার্ষিক আমেরিকান ব্যাংকার্স মাগ্যাজিন প্রতিবছর তাকে "ব্যাংকিং ক্ষেত্রে 25 জন প্রভাবশালী নারী" এর তালিকায় স্থান দেয়।

Thomas Friedman

Thomas Friedman

টমাস এল ফ্রায়েডম্যান একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখক এবং সাংবাদিক। তিনি নিউ ইয়র্ক টাইমসে তার কাজের জন্য তিন বার পুলিৎজার পুরস্কার পেয়েছেন। তিনি 1981 সালে এই পত্রিকায় কাজ শুরু করেছেন এবং 199 5 সালে এর আন্তর্জাতিক বিষয়ক ফিচার কলামিস্ট হিসেবে কাজ শুরু করেন। তার আন্তর্জাতিক বিষয়ক কলামের বিষয়বস্তু হল যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ রাজনীতি এবং পররাষ্ট্রনীতি, মধ্যপ্রাচ্য সংকট, আন্তর্জাতিক অর্থনীতি, পরিবেশ, জীববৈচিত্র্য এবং শক্তি। ফ্রায়েডম্যানের ছয়টি বই সর্বাধিক বিক্রিত বইয়ের তালিকায় স্থান পেয়েছে- লনজিটিউড অ্যান্ড অ্যাটিটিউডঃ এক্সপ্লোরিং দ্য ওয়ার্ল্ড আফটার সেপ্টেম্বর ইলেভেন; দ্য ওয়ার্ল্ড ইস ফ্ল্যাটঃ এ ব্রিফ হিস্টোরি অফ দ্য টুয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি; হট, ফ্ল্যাট অ্যান্ড ক্রাউডেডঃ হোয়াই উই নিড এ গ্রিন রেভ্যুলশন অ্যান্ড হাউ ইট ক্যান রিনিউ আমেরিকা; এবং মাইকেল ম্যান্ডেলবামের সাথে একত্রে লিখেছেন দ্যাট ইউজড টু বি আসঃ হাউ আমেরিকা ফেল বিহাইন্ড ইন দ্য ওয়ার্ল্ড উই ইনভেন্টেড অ্যান্ড হাউ উই ক্যান কাম ব্যাক। ফ্রায়েডম্যানের জন্ম মিনেপলিসে। তিনি 197 5 সালে ব্র্যান্ডিস বিশ্ববিদ্যালয় থেকে ভূমধ্য বিষয়ে বিএ ডিগ্রি অর্জন করেন। 1978 সালে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে মধ্যপ্রাচ্য বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

Mark Hoplamazian

Mark Hoplamazian

মার্ক হোপলাম্যাজিয়ান হলেন হ্যাট হোটেল কর্পোরেশনের সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তা। 2006 সালে এই পদে নিযুক্ত হওয়ার আগে হোপলাম্যাজিয়ান প্রিজকার অরগানাইজেশন, এল.এল.সি. ('' টিপিও'') এর সভাপতি, জনৈক প্রিৎজ্‌কার পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানের প্রধান অর্থনৈতিক ও বিনিয়োগ উপদেষ্টা হিসেবে কাজ কর। টিপিও এর সাথে তাঁর 17 বছরের অংশীদারের মধ্যে তিনি প্রিৎজ্‌কার পরিবারের মালিকানায় বিভিন্ন কোম্পানীর উপদেষ্টা হিসেবে কাজ কর যার মধ্যে হ্যাট হোটেল কর্পোরেশন এবং এর আগেরগুলো। পূর্বে তিনি নিউইয়র্কের দ্যা ফার্স্ট বোস্টন কর্পোরেশনে আন্তর্জাতিক অধিগ্রহন ও একত্রীকরণে কাজ করেছিলেন। হোপলাম্যাজিয়ান 2015 সালের ফেব্রুয়ারিতে ভিপি কর্পোরেশনের পরিচালক পরিষদে নিয়োগ লাভ কর এবং ফেসিং হিস্ট্রি এন্ড আউরসেলফসের উপদেষ্টা পরিষদে, শিকগো বিশ্ববিদ্যালয় বিসনেস বুথ স্কুলে, নিউ স্কুল ফর শিকাগোর পরিচালনা বোর্ডে ও বিশ্ব বানিজ্যে শিকাগো পরিষদে এবং এস্পেন ইনিস্টিটিউটে ও শিকাগোর ল্যাতিন স্কুলের ট্রাস্টি বোর্ডে কাজ কর। হোপলাম্যাজিয়ান বিশ্ব ভ্রমন ও পর্যটন এবং শিকাগো বাণিজ্যিক ক্লাবের সদস্য এবং হেনরি ক্রাউন ফেলোশিপের আবিষ্কার ক্লাসের সদস্য।

Michael Horn

Michael Horn

মাইকেল হর্ন শিক্ষার ভবিষ্যৎ নিয়ে বলেছেন ও লিখেছেন এবং প্রত্যেকটা শিক্ষার্থীর জীবনমান উন্নয়নের জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পোর্টফোলিও নিয়ে কাজ কর। তিনি ছোটখাটো উদ্ভাবনের জন্য ক্লেটন ক্রিস্টেন ইনিস্টিটিউট নামের অলাভজনক চিন্তা আধারের সহ-প্রতিষ্ঠাতা ও স্বনামধন্য সহকর্মী। তিনি ইন্টাঙ্গেল্ড সলিউশনের প্রধান পরামর্শদাতা হিসেবে কাজ কর যা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের জন্য উদ্ভাবন সুযোগ প্রদান করে; এবং তিনি টু সিগমা ও রবিন হুড এর যৌথ মানব হিতৈষী প্রকল্পের শিক্ষা+প্রযুক্তি ফান্ডের পরিচালক যার লক্ষ্য হল নিম্ন আয়ের শিক্ষার্থীদের সুবিধার্থে প্রযুক্তি সম্ভাবনা উন্মুক্ত করা।

Horn is the author and coauthor of multiple books, white papers, and articles on education, including the award-winning book Disrupting Class: How Disruptive Innovation Will Change the Way the World Learns and the Amazon-bestseller Blended: Using Disruptive Innovation to Improve Schools. An expert on disruptive innovation, online learning, blended learning, competency-based learning, and how to transform the education system into a student-centered one, he serves on the board and advisory boards of a range of education organizations.

Walter Isaacson

Walter Isaacson

ওয়াল্টার আইজ্যাকসন হলেন অ্যাস্পেন ইনস্টিটিউটের একজন সিইও, যেটি ওয়াশিংটন ডিসি ভিত্তিক একটি নির্দলীয় শিক্ষা এবং নীতিনির্ধারণ বিষয়ক প্রতিষ্ঠান। তিনি সিএনএনের সভাপতি ও সিইও এবং টাইম ম্যাগাজিনের সম্পাদক হিসেবে কাজ করেছেন। তিনি দ্যা ইনোভেটর: হাউ এ গ্রুপ অফ হ্যাকারস, জিনিয়াসেস, এন্ড গিকস ক্রিয়েটেড দ্যা ডিজিটাল রেভ্যুলশন (2014), স্টিভ জবস (2011), আইনস্টাইন: হিস লাইফ এন্ড ইউনিভার্স (2007), বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন: অ্যান আমেরিকান লাইফ (2003) এবং কিসিঞ্জার: এ বায়োগ্রাফি (1992) গ্রন্থসমূহের লেখক এবং দ্যা ওয়াইজ মেন: সিক্স ফ্রেন্ডস এন্ড দ্যা ওয়ার্ল্ড দে মেড (1986) বইয়ের সহ লেখক।

আইজ্যাকসন হলেন টিচ ফর আমেরিকার একজন প্রধান এমিরেটাস, যেখানে সদ্য স্নাতকদের অনুন্নত গোষ্ঠীর শিক্ষাদানের কাজে নিয়োজিত করা হয়। 2005-2007 সাল পর্যন্ত তিনি লুইসিয়ানা রিকভারি অথোরিটি-এর সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন, যা হ্যারিকেন ক্যাটরিনা পরবর্তী পুনর্বাসনের তত্ত্বাবধানে নিয়োজিত ছিল। প্রেসিডেন্ট বারাক ওবামার নির্দেশে এবং সিনেটের সম্মতিতে তিনি 2009 থেকে 2012 সাল পর্যন্ত ব্রডকাস্টিং বোর্ড অফ গভর্নরস-এর সভাপতির দায়িত্ব পালন কর, যেটি ভয়েস অফ আমেরিকা, রেডিও ফ্রি ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যম পরিচালনা করে। তিনি আমেরিকান একাডেমি অফ আর্টস এন্ড সায়েন্স-এর একজন সদস্যও এবং তিনি ইউনাইটেড এয়ারলাইন্স এর পরিচালনা পর্ষদ, টুল্যান বিশ্ববিদ্যালয়, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক, নিউ অরলিয়ান্স ট্রাইসেনটেনিয়াল কমিশন, ব্লুমবার্গ ফিলানথ্রোপিস, দ্যা সোসাইটি অফ আমেরিকান হিস্টোরিয়ানস, দ্যা কার্নেগী ইনস্টিটিউশন ফর সায়েন্স এবং মাই ব্রাদার্স কিপার অ্যালায়েন্স এ কাজ করেছেন। তিনি হার্ভার্ড কলেজের একজন স্নাতক এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পেমব্রোক কলেজের একজন রোডস স্কলার ছিলেন।

Amy Jarich

Amy Jarich

অ্যামি জেরিখ ইউসি বার্কলের সহযোগী উপাচার্য এবং স্নাতক শ্রেণিতে ভর্তি বিষয়ক পরিচালক। তিনি এক দশকের বেশি সময় ধরে ভর্তি বিষয়ক কার্যক্রমের সাথে যুক্ত আছেন এবং 2012 সালে ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয় থেকে বার্কলেতে আসেন। তিনি ব্লু রিজ মাউন্টেনে তার নিজের শহরে র‍্যাডফোর্ড বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন এ বিষয়ে কাজ করা শুরু করেন। তার পরিবারের প্রথম কলেজ শিক্ষার্থী হিসেবে তিনি... তবে ভর্তি বিষয়ক কার্যক্রমের সাথে যুক্ত থাকাই অ্যামির প্রধান কাজ নয়। তিনি তার কর্মজীবন শুরু করেন জনকল্যাণ বিষয়ে। তিনি সরকারী এবং বিভিন্নি অলাভজনক প্রতিষ্ঠানে এ বিষয়ে কাজ করেছেন। অ্যামি সুইট ব্রিয়ার কলেজ থেকে ফ্রেঞ্চ ও আন্তর্জাতিক বিষয়াবলীতে স্নাতক-পূর্ব এবং জর্জটাউন স্কুল অফ ফরেন সার্ভিস থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। তিনি ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর কলেজ অ্যাডমিশন কাউন্সেলিং (এনএসিএসি) এর পরিচালন পর্ষদের নির্বাচিত সদস্য। অ্যামি বর্তমানে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের অর্থায়নে পরিচালিত অভারসিস স্কুল প্রজেক্টে উপদেষ্টা হিসেবে কাজ করেন। তিনি বোস্টন ল্যাটিন স্কুলের শবেল কলেজ রিসোর্স সেন্টার উপদেষ্টা পরিষদের সাথেও যুক্ত আছেন।

David Kelley

David Kelley

ডেভিড কেলি আইডিইও এর প্রতিষ্ঠাতা ও সভাপতি। তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের হ্যাসো প্ল্যাটনার ইনস্টিটিউট অফ ডিজাইন প্রতিষ্ঠা করেছেন, যা ডি-স্কুল নামে পরিচিত। স্ট্যানফোর্ডের যন্ত্র প্রকৌশল বিভাগের 'ডোনাল্ড ডব্লিউ হুইটিয়ার' অধ্যাপক হিসেবে কেলি স্কুল অফ ইঞ্জিনিয়ারিং এর ডিজাইনের স্নাতক-পূর্ব ডিগ্রি এবং স্নাতক পর্যায়ের শিক্ষা পরিচালকের দায়িত্বে আছেন এবং 35 বছর ধরে এ বিষয়ে অধ্যাপনা করছেন। তিনি কার্নেগী মেলন ইউনিভার্সিটি থেকে স্নাতক এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে প্রকৌশল/ প্রোডাক্ট ডিজাইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। কেলির কাজ অসংখ্য ডিজাইন বিষয়ক পুরষ্কারে ভূষিত হয়েছে। ন্যাশনাল একাডেমি অফ ইঞ্জিনিয়ারিং এ ভূষিত হওয়া ছাড়াও, তিনি ডার্টমাউথের থেয়ার স্কুল অফ ইঞ্জিনিয়ারিং এবং প্যাসাডেনার আর্ট সেন্টার উভয় কলেজ থেকে সম্মানসূচক পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। কেলি শিক্ষার্থী এবং ব্যবসায়ীদের মানব-কেন্দ্রিক ডিজাইন পদ্ধতি এবং ডিজাইন চিন্তা বিষয়ে শিক্ষাদানের জন্য সুপরিচিত। এছাড়াও কেলি এবং তার ভাই টম, নিউ ইয়র্ক টাইমস এর বেস্টসেলার বই, ক্রিয়েটিভ কনফিডেন্স: আনলিশিং দ্যা ক্রিয়েটিভ পটেনশিয়াল উইদিন আস অল লিখেছেন।

Wendy Kopp

Wendy Kopp

ওয়েন্ডি কপ হলেন টিচ ফর অল এর সিইও এবং সহ-প্রতিষ্ঠাতা, যা প্রান্তিক শিশুদের যথাযথ বিকাশের লক্ষ্যে কাজ করে এমন স্বতন্ত্র প্রতিষ্ঠানসমূহের ভবিষ্যৎ নেতাদের একটি বৈশ্বিক নেটওয়ার্ক। ওয়েন্ডি 1989 সালে টিচ ফর আমেরিকা প্রতিষ্ঠা কর, যার উদ্দেশ্য ছিল তার সমসাময়িক সকলের সাথে মিলে যুক্তরাষ্ট্রের শিক্ষা ক্ষেত্রে বৈষম্য দূরীকরণে কাজ করা। বর্তমানে টিচ ফর আমেরিকার 10,000 এর বেশি সদস্য 50 টি শহর এবং গ্রামীণ এলাকায় 2 বছর শিক্ষাদানের জন্য চুক্তিবদ্ধ, যারা সবাই সদ্য স্নাতক কিংবা শিক্ষা বিষয়ক পেশায় নিয়োজিত। টিচ ফর আমেরিকা শিশুদের সুযোগ সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে নেতৃত্বদানের জন্য এটি সন্দেহাতীতভাবে একটি অপ্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান। 24 বছর টিচ ফর আমেরিকার বিস্তার এবং উন্নয়নে জন্য কাজ করে 2013 সালে ওয়েন্ডি সিইও এর দায়িত্ব থেকে সরে দাঁড়ান। বর্তমানে তিনি টিচ ফর আমেরিকার পর্ষদের একজন সক্রিয় সদস্য।

ওয়েন্ডি টিচ ফর অল গড়ে তুলেছেন যা বিশ্বের যেকোন প্রান্তে যেসব সামাজিক উদ্যোক্তা তাদের দেশে এ পদ্ধতি প্রয়োগ করতে চান তাদের সহায়তা প্রদান করে। এখন এর অষ্টম বছরে বিশ্বের 35 টি দেশে টিচ ফর অলের সহযোগী সংগঠন আছে যার মধ্যে এর প্রতিষ্ঠাকালীন সংগঠন টিচ ফর আমেরিকা এবং যুক্তরাজ্যের টিচ ফার্স্টও আছে।

ওয়েন্ডি টাইম ম্যাগাজিনের 100 জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন এবং জনহিতকর কাজের জন্য অসংখ্য সম্মানজনক ডিগ্রি ও পুরষ্কার পেয়েছেন। তিনি এ চান্স টু মেক হিস্টরি: হোয়াট ওয়ার্কস এন্ড হোয়াট ডাস নট ইন প্রভাইডিং অ্যান এক্সিলেন্ট এডুকেশন ফর অল (2011) এবং ওয়ান ডে, অল চিলড্রেন: দ্যা আনলাইকলি ট্রায়াম্ফ অফ টিচ ফর আমেরিকা এন্ড হোয়াট আই লার্নড অ্যালং দ্যা ওয়ে (2000) গ্রন্থসমূহের লেখক। তিনি প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন কর, যেখানে তিনি উইড্রো উইলসন স্কুল অফ পাবলিক এন্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স-এর স্নাতক পূর্ব প্রোগ্রামে অংশ নিয়েছিলেন। ওয়েন্ডি নিউ ইয়র্ক সিটিতে তাঁর স্বামী এবং চার সন্তান সহ থাকেন।

Matt Larson

Matt Larson

ম্যাট লারসন 70,000 সদস্য বিশিষ্ট আন্তর্জাতিক গণিত শিক্ষা বিষয়ক সংস্থা- ন্যাশনাল কাউন্সিল অফ টিচার্স অফ ম্যাথম্যাটিকস (এনসিটিএম) এর প্রধান। এর আগে লারসন লিংকন (নেব্রাস্কা) পাবলিক স্কুলে কে-12 পাঠ্যক্রম বিশেষজ্ঞ হিসেবে 20 বছর কাজ করেছেন।

লারসন তার কর্মজীবন শুরু করেন উচ্চ বিদ্যালয়ের গণিতের শিক্ষক হিসেবে। তিনি প্রফেশনাল লারনিং কমিউনিটি এবং কমন কোর গণিত বিষয়ে বেশ কিছু বই লিখেছেন এবং সহ লেখক হিসেবে কাজ করেছেন। তিনি ব্যালেন্সিং দ্য ইকুয়েশনঃ এ গাইড টু স্কুল ম্যাথম্যাটিকস ফর এডুকেটরস অ্যান্ড প্যারেন্টস এবং প্রিন্সিপলস টু অ্যাকশনঃ এনসিওরিং ম্যাথম্যাটিকাল সাকসেস টু অল (2014) বইয়ের সহ-লেখক। লারসন প্রাথমিক থেকে শুরু করে উচ্চমাধ্যমিক পর্যন্ত বিভিন্ন পর্যায়ে গণিত পড়িয়েছেন এবং কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের টিচার্স কলেজের সম্মানিত অতিথি অধ্যাপক হিসেবে কাজ করেছেন।

ম্যাট লারসন নেব্রাস্কা-লিংকন বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাক্রম এবং নির্দেশনা বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন কর।

William McCallum

William McCallum

উইলিয়াম জি. ম্যাককালাম অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের একজন স্বনামধন্য অধ্যাপক। তিনি 1956 সালে সিডনিতে জন্মগ্রহণ কর। তিনি 1984 সালে ব্যারি মাজুর এর তত্ত্বাবধানে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে গণিতে পিএইচডি ডিগ্রি অর্জন কর। বার্কেলের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে দুই বছর এবং ম্যাথম্যাটিকাল সায়েন্স রিসার্চ ইনস্টিটিউটে এক বছর কাটানোর পর তিনি 1987 সালে অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ে যোগদান কর। 1989 সালে তিনি হার্ভার্ডের ক্যালকুলাস সংঘে যোগ দেন এবং বহুচলক বিশিষ্ট ক্যালকুলাস এবং উচ্চমাধ্যমিক পর্যায়ের বীজগণিত বিষয়ের প্রধান লেখক হিসেবে কাজ কর। 1993-94 পর্যন্ত এক বছর তিনি ইনস্টিটিউট দ্য হ্যতেস এতুদেস সায়েন্টিফিকস এ কাটান এবং 1995-96 পর্যন্ত তিনি আমেরিকান ম্যাথম্যাটিকাল সোসাইটির ইনস্টিটিউট ফর এডভান্সড স্টাডির শতবার্ষিক ফেলোশিপের উপরে কাজ কর। 2005 সালে তিনি ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন থেকে স্বনামধন্য শিক্ষাবিদ হিসেবে ডিরেক্টরস অ্যাওয়ার্ড পান। 2006 সালে তিনি অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট ফর ম্যাথম্যাটিকস এন্ড এডুকেশন প্রতিষ্ঠা কর এবং বর্তমানে এর পরিচালক হিসেবে কাজ করছেন। 2009-2010 সালে তিনি গণিতের কমন কোর স্টেট স্ট্যান্ডার্ডস এর একজন অন্যতম লেখক হিসেবে কাজ করেছেন। তাঁর কাজের আগ্রহের বিষয় হল আঙ্কিক বীজগাণিতিক জ্যামিতি এবং গণিত শিক্ষা। তিনি উভয় ক্ষেত্রের জন্যই অনুদান এবং নিবন্ধ, রচনা, ও বই পেয়েছেন।

Henry McCance

Henry McCance

হেনরি ম্যাককেন্স 1969 সালে গ্রেলকে যোগ দেন এবং সফটওয়্যার বিভাগে মনোনিবেশ কর, একই সাথে গ্রেলক-এর কৌশলগত দিক পরিচালনা কর। এখানে তাঁর 40 বছরের কর্মজীবনে তিনি 12 টি প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্ব গড়ে তুলেছেন, যার লক্ষ্য হল 2 বিলিয়ন ডলার মূলধন অর্জন এবং প্রায় 300 টি উন্নয়নমূলক প্রতিষ্ঠান গড়ে তুলতে সহায়তা করেছেন। ম্যাককেন্স 2004 সালের মে মাসে ন্যাশনাল ভেনচার ক্যাপিটালের আজীবন সম্মাননা পুরষ্কার অর্জন করেছেন এবং 2000 সালে ফোর্বস-এর 10 জন শীর্ষ ভিসির তালিকায় নির্বাচিত হয়েছেন। তিনি 2004 সালে প্রতিষ্ঠিত অলাভজনক প্রতিষ্ঠান "কিউর আলঝেইমারস ফান্ডের" সহপ্রতিষ্ঠাতা। 2008 সালে টাইম ম্যাগাজিন এবং সিএনএন অনুযায়ী কিউর আলঝেইমারস ফান্ডের প্রধান গবেষণাপত্র চিকিৎসাবিষয়ক শীর্ষ 10 টি সাফল্যের মধ্যে নির্বাচিত হয়। ম্যাককেন্স ইয়েল বিশ্ববিদ্যালয় এবং হার্ভার্ড বিজনেস স্কুল থেকে স্নাতক ডিগ্রি অর্জন কর।

James Nondorf

James Nondorf

জেমস জি. ননডোর্ফ হলেন শিকাগো বিশ্ববিদ্যালয়ের কলেজ ভর্তি প্রক্রিয়ার ডীন এবং নিয়োগ ও শিক্ষার্থী উন্নয়ন বিভাগের সহ- সভাপতি। ননডোর্ফ বিশ্ববিদ্যালয়ে যোগ দেওয়ার আগে রেন্সেলার পলিটেকনিক ইনস্টিটিউটে উন্নয়ন ও ভর্তি প্রক্রিয়ার ডীন এবং আর্থিক সাহায্য বিভাগের সহ- সভাপতি ছিলেন। রেন্সেলারে কাজের আগে তিনি ইয়েল বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক তথ্য বিভাগের পরিচালক এবং ভর্তি প্রক্রিয়া বিভাগের সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ভর্তি প্রক্রিয়ার রূপরেখা প্রণয়ন, বিশেষায়িত নিয়োগ প্রক্রিয়ার উন্নয়ন এবং বহুবিচিত্র জনগোষ্ঠী থেকে আবেদনকারী ও শিক্ষার্থী ভর্তির হার বাড়ানোর ক্ষেত্রে তিনি কৃতিত্ব দেখিয়েছেন। তিনি ইয়েলের বার্কলে কলেজেও কাজ করেছেন, যেখানে তিনি স্নাতক পূর্ব পর্যায়ের শিক্ষার্থীদের আবাসন এবং অন্যান্য বিষয়ে পরামর্শ ও সহায়তা প্রদান করতেন। তিনি তাঁর কর্মজীবনের শুরুতে কেমব্রিজ টেকনোলজি গ্রুপ (সিটিজি) এ দায়িত্বপূর্ণ পদে কাজ করেছেন যেখানে পরে তিনি সভাপতির দায়িত্ব পালন কর। ইয়েলে যোগ দেওয়ার আগে তিনি ফ্লোরিডার টাম্পার বেসরকারি বিদ্যালয়য়- টেরাস কমিউনিটি স্কুলে প্রতিষ্ঠাতা শিক্ষক, সঙ্গীত বিভাগের পরিচালক এবং প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন। ননডোর্ফ ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক এবং ভ্যালপারাইসো বিশ্ববিদ্যালয় থেকে নৈতিক শিক্ষা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

Deborah Quazzo

Deborah Quazzo

Deborah is the Managing Partner of GSV AcceleraTE, a venture capital fund investing in exceptional entrepreneurs and their companies in the $75B education and talent technology sector. In addition, she is the Co-founder and Managing Partner of the ASU+GSV Summit and Founder and Senior Advisor of GSV Advisors. Now in its 10th year, the ASU+GSV Summit celebrates innovations and innovators across the global “preK to Gray” learning and talent landscape and attracts over 4,000 attendees.

Deborah currently serves on the boards of Ascend Learning (a portfolio company of Blackstone and CCCP), Degreed, The Educational Testing Service (ETS), Lightneer, Remind, and Web.com (NASDAQ: WWWW). She is a board observer at CreativeLive and RaiseMe, and an advisory board member of Area9 Lyceum. She is a member of the boards of The Common Ground Foundation, Harvey Mudd College, National Louis University, Oriental Education Institute (OEI), Steppenwolf Theatre Company, The Board of Dean’s Advisors at Harvard Business School, The Khan Academy Thought Leadership Council, The Board of Dean’s Advisory Council at Princeton University, and The Strada Institute for the Future of Work Advisory Committee. She is a member of the Steering Committee of the Illinois Business Immigration Coalition. She previously served on the board of a number of education organizations including The Chicago Board of Education (CPS) and KIPP: Chicago.

ডেবরাহ 2014 সালে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের ক্লাব অফ শিকাগো থেকে আর্নল্ড এম বার্লিন '46 ডিস্টিংগুইশড সার্ভিস টু প্রিন্সটন অ্যাওয়ার্ড, সিএফওয়াই পাওয়ার মাই লার্নিং থেকে 2014 ভিসনারি অফ দ্যা ইয়ার অ্যাওয়ার্ড, এলইএপি ইনোভেশনস থেকে 2016 এলইএপি ইনোভেটোর ইন এডুকেশন "চ্যাম্পিয়ন" অ্যাওয়ার্ড, গোল্ডেন অ্যাপেল ফাউন্ডেশন থেকে 2016 ইনঅ্যাগুরাল ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড, এবং অ্যাসোসিয়েশন অফ আমেরিকান পাবলিশার্স (এএপি) থেকে 2017 ভিসনারি অ্যাওয়ার্ড পেয়েছেন। তিনি প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে 1982 সালে ইতিহাসে "কুম লড্যে" সহ বিএ ডিগ্রি অর্জন করেন এবং 1987 সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

Todd Rose

Todd Rose

টড রোজ হলেন সেন্টার ফর ইন্ডিভিজুয়াল অপারচুনিটি-এর প্রধান। এছাড়াও তিনি হার্ভার্ড গ্র্যাজুয়েট স্কুল অফ এডুকেশন-এর মাইন্ড, ব্রেন, এন্ড এডুকেশন প্রোগ্রামের পরিচালক, যেখানে তিনি পারসোনালাইজড লার্নিং (ব্যক্তিগত শিক্ষা) বিষয়ে পড়ান এবং সায়েন্স ফর ইন্ডিভিজুয়ালের পরীক্ষাগার পরিচালনা কর। টডের লেখা বই হল "দ্যা এন্ড অফ এভারেজ: হাউ উই সাকসিড ইন এ ওয়ার্ল্ড দ্যাট ভ্যালুস সেমনেস"।

Stu Schmill

Stu Schmill

স্টুয়ার্ট স্মিল ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির ভর্তি এবং শিক্ষার্থীদের আর্থিক বিষয়ক বিভাগের ডীন। এমআইটিতে তাঁর দীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন ক্ষেত্রে কাজ করেছেন, যার মধ্যে আছে কর্মীদলের পরিচালক, এমআইটি অ্যালামনাই এসোসিয়েশনের অভিভাবক, শিক্ষার্থী এবং তরুণ অ্যালামনাই প্রোগ্রামের পরিচালক, এমআইটির শিক্ষা পরিষদের পরিচালক এবং ভর্তি বিভাগের সিনিয়র সহকারী পরিচালকের দায়িত্ব। স্মিল 2002 এ ভর্তি বিভাগে যোগদান কর এবং 2008 এ ডীন হিসেবে নিয়োগ পান এবং 2016 তে শিক্ষার্থী আর্থিক পরিষেবা বিভাগে যোগ দেন। একজন উদ্ভাবক এবং মননশীল লেখক হিসেবে স্মিল তাঁর নেতৃত্বগুণের জন্য এবং প্রশিক্ষক হিসেবে অসংখ্য পুরষ্কার পেয়েছেন। তিনি বিশ্বের বিভিন্ন স্থানে ভর্তি বিষয়ক সম্মেলনে বক্তৃতা দিয়েছেন, সেই সাথে হার্ভার্ড সামার ইনস্টিটিউট ফর কলেজ অ্যাডমিশনসে অতিথি শিক্ষক হিসেবে কাজ করছেন। এমআইটি ক্যাম্পাসের বাইরে তিনি একজন ট্রাস্টি, প্রতিষ্ঠাতা, অথবা বিভিন্ন প্রতিষ্ঠানের পরামর্শক হিসেবে কাজ করেছেন, যার মধ্যে আছে কলেজ বোর্ড, ইউনিভার্সিটি অফ কেমব্রিজ ইন্টারন্যাশনাল এক্সামিনেশন, ওয়েল্যান্ড ওয়েস্টন রোয়িং অ্যাসোসিয়েশন, টু দ্যা ওয়াটার ইঙ্ক. এবং দ্যা ম্যান্ডেলা টাউন হল হেলথ স্পট। স্মিল 1986 সালে এমআইটি থেকে যন্ত্র প্রকৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন কর।

Sandy Speicher

Sandy Speicher

স্যান্ডি স্পেইশার পরিকল্পনা এবং উদ্ভাবনী বিষয়ক প্রতিষ্ঠান আইডিইও এর একজন অংশীদার। তিনি আইডিইও- এর শিক্ষা বিষয়ক ব্যবস্থাপনা পরিচালক। এ প্রতিষ্ঠানটি শিখন পদ্ধতি এবং সামগ্রিকভাবে শিখন ব্যবস্থার বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় সাধারণ মানুষকে সহায়তা করে। তিনি এবং তার দলের সদস্যরা মিলে পেরুতে একটি মানসম্মত এবং সাশ্রয়ী বিদ্যালয় মডেল গড়ে তুলেছেন, ভারতের দরিদ্র শিশুদের শিক্ষার উন্নয়নের জন্য কাজ করেছেন, বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা এবং স্যান ফ্রান্সিস্কো-এর শিক্ষার্থীদের খাদ্য ব্যবস্থা উন্নয়নে কাজ করেছেন। তিনি কার্নেগী কোঅপারেশনের সাথে একত্রে হান্ড্রেড-কে ইন টেন (100k in 10) নামে একটি প্রকল্পের কাজ শুরু করেছেন যাকে প্রেসিডেন্ট ক্লিনটন সামাজিক পরিবর্তনের নতুন মডেল হিসেব আখ্যা দিয়েছেন। স্যান্ডি স্ট্যানফোর্ড স্কুলের কে-12 ল্যাব নেটওয়ার্কের উপদেষ্টা হিসেবে কাজ করছেন। তিনি হান্ড্রেড-কে ইন টেন এবং দক্ষিণ আফ্রিকার পাইওনিয়ার অ্যাকাডেমিক্স এর উপদেষ্টা পরিষদের সদস্য। আইডিইও তে যোগ দেওয়ার আগে স্যান্ডি সেন্ট লুইসের ওয়াশিংটন ইউনিভার্সিটিতে 'ভিজ্যুয়াল কমিউনিকেশন' বিষয় পড়িয়েছেন এবং স্যান ফ্রান্সিস্কোর পাবলিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের শিখন মডেল নিয়ে ছয় বছর কাজ করেছেন। স্যান্ডি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা বিষয়ে এমএ এবং ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় থেকে 'ভিজ্যুয়াল কমিউনিকেশন' বিষয়ে বিএফএ ডিগ্রি লাভ করেছেন।

Fareed Zakaria

Fareed Zakaria

"ফরিদ জাকারিয়া জিপিএস"- এর উপস্থাপক ফরিদ জাকারিয়া হলেন টাইম ম্যাগাজিনের সম্পাদক, দ্যা ওয়াশিংটন পোস্টের কলামিস্ট এবং একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন লেখক। জাকারিয়া 2000 থেকে 2010 পর্যন্ত নিউজউইক ইন্টারন্যাশনাল-এর সম্পাদক এবং কলামিস্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। নিউজউইকে কাজ করার আগে, জাকারিয়া 1992 থেকে 2010 পর্যন্ত আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনীতি বিষয়ক শীর্ষ পত্রিকা ফরেন অ্যাফেয়ার্স-এর ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে কাজ করেছেন। তিনি এবিসি নিউজ-এর বিশ্লেষক, এবিসি নিউজ-এর রাজনীতি বিষয়ক অনুষ্ঠান "দিস উইক উইথ জর্জ স্টেফানোপোলাস" এর গোলটেবিলের সদস্য এবং পিবিএস-এর "ফরেন এক্সচেঞ্জ উইথ ফরিদ জাকারিয়া" এর উপস্থাপক। তিনি অসংখ্য পুরষ্কার অর্জন করেছেন এবং বিভিন্ন তালিকায় স্থান করে নিয়েছেন, যার মধ্যে ফরেন পলিসি ম্যাগাজিনের "শীর্ষ 100 জন আন্তর্জাতিক চিন্তাবিদ" এবং নিউজউইক ম্যাগাজিনের 2010 সালের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বের তালিকা "পাওয়ার 50" উল্লেখযোগ্য। 1999 সালে এস্কোয়ার ম্যাগাজিন জাকারিয়াকে 21 শতকের 21 জন সবচেয়ে প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান দিয়েছিল। তিনি ইয়েল বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্ষদ, কাউন্সিল অফ ফরেন রিলেশন, ট্রাইলেটারাল কমিশন এবং বার্কশায়ারের নাট্যদল শেক্সপিয়ার এন্ড কোম্পানিতে কাজ করেছেন। তিনি ব্রাউন কলেজ, মায়ামি বিশ্ববিদ্যালয় এবং অবেরলিন কলেজ থেকে সম্মানসূচক ডিগ্রি অর্জন করেছেন। জাকারিয়া ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে ডক্টরেট ডিগ্রি অর্জন কর।

,