মূল বিষয়বস্তু
কম্পিউটার বিজ্ঞান
কোর্স: কম্পিউটার বিজ্ঞান > অধ্যায় 2
পাঠ 1: প্রাচীন ক্রিপ্টোগ্রাফি- ক্রিপ্টোগ্রাফি কি?
- সিজার সাইফার
- সিজার সাইফার অনুসন্ধান
- পলিঅ্যালফাবেটিক সাইফার
- পলিঅ্যালফাবেটিক সাইফার
- ওয়ান-টাইম প্যাড
- নিখুঁত গুপ্ততা অনুসন্ধান
- কম্পাংক স্থায়িত্বের বৈশিষ্ট্য সম্পর্কিত সল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
- এনিগমা এনক্রিপশন মেশিন
- নিখুঁত গোপনীয়তা
- সুডোর্যান্ডম সংখ্যার উৎপাদক
- অনুসন্ধানের জন্য দৈবভাবে চলা
© 2023 Khan Academyব্যবহারের শর্তাদিগোপনীয়তার নীতিমালাকুকি নোটিশ
ক্রিপ্টোগ্রাফি কি?
ক্রিপ্টোগ্রাফি কি? একটি গল্প যেটা আমাদের সিজারের কাছ থেকে ক্লড শ্যানন পর্যন্ত নিয়ে যায়। এটি তৈরি করেছে ব্রিট ক্রুজ
আলোচনায় অংশ নিতে চাও?
কোন আলাপচারিতা নেই।
ভিডিও ট্রান্সক্রিপ্ট
## আগামী ও গ্রামীণফোন এর সহযোগিতায় অনূদিত ## ধরুন এমন দুটি মানুষ আলাদা হয়ে গেল যারা তাদের নিজেদের মধ্যে একটি
গোপন বার্তা শেয়ার করে। এতে করে তাদের একটি দূরত্ব থেকে ব্যক্তিগত তথ্য যোগাযোগ প্রয়োজন। তবে, ইভ সবসময় আড়ি পেতে থাকে এবং সেও এই তথ্য জানতে চায়, এবং সে তাদের বার্তাগুলো
পথিমধ্যে নিয়ে নিতে সক্ষম। তাই, এলিস কিছু গোপনীয় কোড ব্যবহার করে যোগাযোগ করার সিদ্ধান্ত নেয়। এই পদ্ধতিটি এক্ষেত্রে সহায়ক। প্রথমত, এলিস তার বার্তা
একটি বাক্সে তালাবদ্ধ করে। আর এমন একটি চাবি
ব্যবহার করে যা শুধু সে আরে বব জানে। একে বলা হয় 'এনক্রিপশন'
বা সঙ্কেতাক্ষরে লিখা। তারপর, তালাবদ্ধ বার্তাটি
বব কে পাঠানো হয়। যখন বব বাক্সটি পায়,
সে পূর্বের ওই গোপন চাবিটি ব্যবহার করে
তা খুলে ফেলে। একে বলা হয় 'ডিক্রিপশন'
বা অসঙ্কেতায়ন। ক্রিপ্টোগ্রাফি শুরু হয় যখন আমরা
প্রকৃত তালা ব্যবহার বন্ধ করে দেই। এবং এর পরিবর্তে 'সাইফার'
ব্যবহার করি [সাইফারকে] বলা যায় ভার্চুয়াল তালা। সাইফার দ্বারা এলিস ও
বব তাদের বার্তাগুলো বদলে ফেলে পুনরায়
সাজিয়ে নিতে পারে যাতে করে যদি ইভ
বার্তাটি পেয়েও যায় তার কাছে সেটা অর্থহীন
মনে হবে। ক্রিপ্টোগ্রাফি হাজার হাজার বছর ধরে
ব্যবহার হয়ে আসছে। এটা নির্ধারণ করেছে যুদ্ধের ফলাফল এবং বর্তমান সময়ে বিশ্বব্যাপী
যোগাযোগ নেটওয়ার্কের মূল ভিত্তি। মনোমুগ্ধকর এই ক্রিপ্টোগ্রাফি
বুঝতে হলে খুব পুরোনো দুটি ধারণা আমাদের বোঝা প্রয়োজন
সংখ্যা তত্ত্ব এবং সম্ভাবনা তত্ত্ব ## আগামী ও গ্রামীণফোন এর সহযোগিতায় অনূদিত ##