If you're seeing this message, it means we're having trouble loading external resources on our website.

তোমার যদি কোন ওয়েব ফিল্টার দেওয়া থাকে, তাহলে দয়া করে নিশ্চিত কর যে *.kastatic.org এবং *.kasandbox.org ডোমেইনগুলো উন্মুক্ত।

মূল বিষয়বস্তু

বাচ্চাদের সাথে আওয়ার অফ কোড ব্যবহার করতে শেখা

খান একাডেমিতে আওয়ার অফ কোড কি?

খান একাডেমিতে আমরা জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল/সিএসএস এবং এসকিউএল এর বিভিন্ন কোর্স নিজ গতিতে শেখার জন্য শিক্ষার্থীদের সহায়তা করে থাকি। আওয়ার অফ কোডের জন্য আমরা এই প্রত্যেকটি বিষয়ের এক ঘন্টার একটি পরিচিতিমূলক কার্যক্রম পরিচালনা করি।
আপনি এবং আপনার সন্তান এখান থেকে আওয়ার অফ কোড সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন:
যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব তার বিস্তারিত বিবরণ এখানে দেওয়া হয়েছে:
  • Hour of Drawing with Code: This hour teaches your students to program using JavaScript, one of the world's most popular programming languages. They'll use JavaScript to program drawings, finishing with a fun snowman project. Requires good typing skills and a keyboard. Recommended ages: 8+.
  • Hour of Webpages: This hour teaches your child to make their own webpages using the basics of HTML and CSS, finishing with a holiday greeting card. Requires good typing skills and a keyboard. Recommended ages: 8+.
  • Hour of Databases: This hour teaches the fundamentals of databases, which are how apps store data about users and content. Your child will use SQL to create tables with data in them and query them, finishing with a project to create a database for an imaginary store. Requires good typing skills and a keyboard. Recommended ages: 12+.
প্রত্যেকটি বিষয়ে যা যা অন্তর্ভুক্ত থাকবে:
  • ভিডিও নির্দেশিকা এবং “টক-থ্রু”। টক-থ্রু হল ভিডিও এর মত, কিন্তু এই ভিডিওটি যখন ইচ্ছা তখন থামিয়ে দিয়ে, ভিডিওতে থাকা কোডগুলো নিয়ে কাজ করা যায়।
  • কোডিং চ্যালেঞ্জ, যেগুলো আপনার সন্তানকে শেখা বিষয়বস্তুগুলো চর্চা করার সুযোগ দেয় এবং স্বয়ংক্রিয়ভাবে তাদের মূল্যায়ন করে পয়েন্ট দেয়।
  • একটি সর্বশেষ প্রকল্প, আপনার সন্তান যা শিখেছে তা ব্যবহার করার আর একটি সৃজনশীল, মুক্ত পদ্ধতি।
আমরা বিশ্বাস করি যে আপনার সন্তান এক ঘন্টার মাঝেই এই বিষয়বস্তুগুলোর কোন একটি সম্পন্ন করতে পারবে। আমরা এটাও বিশ্বাস করি যে খান একাডেমিতে আপনার সন্তানের নিজস্ব গতিতে শেখার অধিকার রয়েছে। তাই আমরা চাই আপনি, আপনার সন্তানকে এক ঘন্টার বেশি (1. 5 বা 2 ঘন্টা) সময় দিন অথবা তাদের বুঝিয়ে দিন যে তাদের এক ঘন্টার মাঝেই যে সম্পূর্ণ পাঠ শেষ করতে হবে এমন নয়।
আওয়ার অফ কোড কি?
Hour of Code is an initiative to get students to spend an hour of time learning to program, as part of national CS Education Week (December 4-10, 2017). Hopefully, after spending just one hour coding, your child will want to keep going with many more hours of code.
খান একাডেমি ভিডিও প্লেয়ার

কীভাবে আমি খান একাডেমির আওয়ার অফ কোডের অনুশীলনী আমার সন্তানের সাথে ব্যবহার করতে পারি?

আওয়ার অফ কোড এর আগে

  • আপনাকে খান একাডেমির বিষয়াবলী, বিশেষ করে টক-থ্রু এবং ভিডিও সমূহে প্রবেশ করতে হবে, এক্ষেত্রে শ্রেণিকক্ষে ভাল ইন্টারনেট সুবিধা আছে সে ব্যাপারে নিশ্চিত হতে হবে। আরও তথ্যের জন্য এই সহায়িকাটির সাহায্য নিন
  • কম্পিউটারগুলোতে উপযুক্ত ব্রাউজার ইনস্টল করা আছে কিনা সে ব্যাপারে নিশ্চিত হতে হবে। আমরা গুগল ক্রোম প্রস্তাব করি, কিন্তু সাফারি 5, ইন্টারনেট এক্সপ্লোরার 10+ এবং মজিলা ফায়ারফক্সও ব্যবহার করা যেতে পারে। ইন্টারনেট এক্সপ্লোরার 8 কাজ করবে না। ক্রোমবুক কাজ করবে যেহেতু সেখানে গুগল ক্রোম ব্যবহৃত হয়।
  • (ঐচ্ছিক) আপনি যদি 'কোডের মাধ্যমে আওয়ার অফ ড্রয়িং' করতে চান তাহলে ছক কাগজ হ্যান্ড-আউটটি প্রিন্ট করে নিন।
  • (ঐচ্ছিক) খান একাডেমিতে অভিভাবক হিসেবে নিবন্ধন করুন এবং আপনার সন্তানকে যুক্ত করুন (নির্দেশনার জন্য নির্দেশিকা দেখতে পারেন)। নিবন্ধন করার পর আপনি শিক্ষার্থী অগ্রগতি ট্যাবে গিয়ে সেখানের ড্রপ ডাউন মেনু থেকে 'আওয়ার অফ কোড' বেঁছে নিয়ে আপনার সন্তানের অগ্রগতি পর্যবেক্ষন করতে পারেন:
    অগ্রগতি চিহ্নিত করার স্ক্রিনশট

আওয়ার অফ কোডের সময়

  • আপনি যদি চান যে আপনার সন্তান তার ইচ্ছামত টিউটোরিয়াল বেঁছে নিয়ে কাজ শুরু করুক তাহলে তাদেরকে নিয়ে যান
  • আওয়ার অফ কোড মূল পাতা:
    https://www.khanacademy.org/hourofcode
  • আপনি যদি আপনার সন্তানের জন্য কোন টিউটোরিয়াল পছন্দ করে থাকেন তাহলে তাদের সেই নির্দিষ্ট টিউটোরিয়ালটি দেখার জন্য নির্দেশনা দিন:
    আওয়ার অফ ড্রয়িং:
    www.khanacademy.org/r/hour-of-code
    আওয়ার অফ ওয়েবপেজ:
    www.khanacademy.org/r/hour-of-webpages
    আওয়ার অফ ডেটাবেজ:
    www.khanacademy.org/r/hour-of-databases
  • আপনার সন্তানের সাথে একসাথে স্বাগত ভিডিওটি দেখুন এবং তারপর আপনার সন্তানকে বাকি টিউটোরিয়ালগুলো নিজে নিজে সম্পন্ন করতে উৎসাহিত করুন।
  • (ঐচ্ছিক) আপনার সন্তানকে টিউটোরিয়ালগুলো সম্পন্ন করতে সহায়তা করুন (উদাহরণস্বরূপ দলগত প্রোগ্রামিং ব্যবহার করে) অথবা আপনি আপনার নিজের অ্যাকাউন্ট ব্যবহার করে টিউটোরিয়ালটি সম্পন্ন করেও আপনার সন্তানকে শেখাতে পারেন!

আওয়ার অফ কোডের পরে

  • আপনার সন্তানের জন্য সার্টিফিকেট প্রিন্ট করুন। আপনি যদি প্রশিক্ষক হিসেবে নিবন্ধন করে থাকেন তাহলে আপনার সন্তানের সকল চ্যালেঞ্জ সম্পন্ন হয়ে যাবার পরে আপনি একটি নোটিফিকেশন পাবেন এবং সেখানে লিঙ্কে গিয়ে আপনি সার্টিফিকেট প্রিন্ট করতে পারবেন।
  • আমাদের সম্পূর্ণ শিক্ষাক্রম ব্যবহার করে আপনার সন্তানকে খান একাডেমিতে তাদের শিখন কার্যক্রম চালিয়ে যেতে উৎসাহিত করুন। খান একাডেমিতে সবকিছু বিনামূল্যে পাওয়া যায় সুতরাং এর জন্য আপনাকে এবং আপনার সন্তানকে শুধুমাত্র নিবন্ধন করতে হবে!
  • আপনার গল্প আমাদের সাথে শেয়ার করুন! আপনার করা প্রকল্পের কোন স্ক্রিনশট কিংবা আপনার সন্তানের সাথে আপনার কাজের কোন ছবি দেখতে আমরা অত্যন্ত অাগ্রহী। টুইট করুন (@KhanAcademy #HourOfCode) অথবা আমাদের এই ঠিকানায় compsci-feedback@khanacademy.org ই-মেইল করুন।
আগামী প্রজন্মের কম্পিউটার বিজ্ঞানীদের উৎসাহিত করায় আপনাদের ধন্যবাদ!

অনবরত জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

বিভিন্ন মন্তব্য এবং প্রশ্ন নিয়ে নিঃসঙ্কোচে আমাদের ইমেইল করুন এই ঠিকানায় compsci-feedback@khanacademy.org  অথবা নিচের আলোচনায় পোস্ট করুন।
শিক্ষাক্রমটি কি বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়েছে?
Translators are currently localizing full curricula into Spanish, Portuguese, and French. Select content will also be available in additional languages (Turkish and Polish). While the code itself won't be translated, the fully interactive platform and all relevant articles, challenges and projects will be localized for audiences around the world. Interactive transcripts in these languages will also be available so learners can go at their own pace, in their own language.
শিক্ষাক্রমটি কী বধির শিক্ষার্থীদের জন্য কার্যকর?
হ্যাঁ, এখানে টক-থ্রুর জন্য একটি ট্রান্সক্রিপ্ট অংশ পাওয়া যাবে। প্লে-বারের পাশে যে গিয়ার আইকন আছে সেখানে ক্লিক করলে একটি তালিকা আসবে, সেই তালিকাটিতে ক্লিক করে "ইন্টার-এক্টিভ ট্রান্সক্রিপ্ট" অপশনটি নির্বাচন কর। যদি বেশি দ্রুত চলে তাহলে শিক্ষার্থীরা চাইলে টক-থ্রুতে বিরতি দিতে পারবে।
শিক্ষাক্রমটি কী অন্ধ শিক্ষার্থীদের জন্য কার্যকর?
আমরা খান একাডেমিতে স্ক্রীন রিডার ব্যবহারের চেষ্টা করি, কিন্তু কোডিং এর ক্ষেত্রে এমন অনেক বিষয় রয়েছে যেগুলোতে এখনো এটা ব্যবহার করা সম্ভব হয়নি। তাই আমরা এর বদলে সহজে ব্যবহারযোগ্য কোরাম আওয়ার অফ কোড ব্যবহারের পরামর্শ দেই।
টিউটোরিয়ালগুলো কি ক্রোমবুকে কাজ করে?
ক্রোমবুক গুগলক্রোম ব্রাউজার ব্যবহার করে যেটি খান একাডেমির অন্যতম অনুমোদিত একটি ব্রাউজার। তার মানে হ্যাঁ, সবগুলো টিউটোরিয়ালই ক্রোমবুকে ভালমত কাজ করবে।
শিক্ষার্থীরা কি আওয়ার অফ কোড এর শেষেও তার পাঠের উপর কাজ করতে পারবে?
হ্যাঁ! এটি নিয়ে তারা তাদের আপন গতিতে যেকোন সময় কাজ করতে পারবে। তারা পরবর্তিতে যেখানে শ্রেণিটির শিখন থেকে বিচ্ছিন্ন হয়েছিল সহজে সেখান থেকে শুরু করতে চাইলে তাদের একটি অ্যাকাউন্টে নিবন্ধন করতে হবে ('অথবা তাদের জন্য তোমার নিবন্ধিত কোন অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে)।
শিক্ষাক্রমটি ব্যবহার করার জন্য, শিক্ষার্থীদের খান একাডেমিতে কি অ্যাকাউন্ট থাকা আবশ্যক?
তাদের অ্যাকাউন্ট থাকার আবশ্যক নয়, কিন্তু থাকলে তারা নিজেদের উন্নতি পর্যবেক্ষনের পাশাপাশি পয়েন্ট ও ব্যাজ অর্জন করে আরো বেশি উপভোগ করতে পারবে।

আলোচনায় অংশ নিতে চাও?

  • blobby green style avatar for user susanta dev
    Sincere thanks for such a useful platform.....
    Need to know whether 5 years old babies can
    also use this platform to develope their skills
    or they should wait for 8 years to start
    (১ টি ভোট)
    Default Khan Academy avatar avatar for user
ইংরেজি জানো? খান একাডেমির ইংরেজি সাইটে আরো আলোচনা দেখতে এখানে ক্লিক কর।