চল আমরা কিছু নতুন ধরনের রাশি সম্পর্কে জানি। মূলদীয় সূচক যেমন x^(2/3) কিংবা মূলদীয় রাশি যেমন √(2t^5) দিয়ে আমরা কি বুঝি এবং এই রাশি দুইটির মধ্যকার সম্পর্ক আমরা কীভাবে নির্ণয় করব ইত্যাদি। এ ধরনের রাশিগুলোর মান নির্ণয় এবং সরল কীভাবে করতে হয় সেটাও আমরা জেনে নেই।