মূল বিষয়বস্তু
চতুর্থ শ্রেণি
ছবির সাহায্যে সমতুল ভগ্নাংশ পর্যালোচনা
ভগ্নাংশ মডেল ও সংখ্যারেখার সাহায্যে সমতুল ভগ্নাংশের পুনরালোচনা কর এবং কিছু সমস্যা সমাধান অনুশীলন কর।
সমতুল ভগ্নাংশ
ভগ্নাংশসমূহ তখনই সমতুল হবে যখন তারা সমান হবে অথবা তাদের মান একই হবে।
ভগ্নাংশ মডেল
চল একটি উদাহরণ দেখি।
প্রথমে আমরা start fraction, 1, divided by, 2, end fraction আঁকতে পারি।
এখন একই পূর্ণ সংখ্যাকে আট ভাগে বিভক্ত করি।
start fraction, 1, divided by, 2, end fraction এর সমতুল ভগ্নাংশকে আমরা কীভাবে দেখাতে পারি?
আমরা 8 ভাগের 4 অংশকে রঙ করি।
অতএব, start fraction, 1, divided by, 2, end fraction, equals, start fraction, 4, divided by, 8, end fraction।
সংখ্যারেখা
চল সংখ্যারেখা ব্যবহার করে আরেকটি সমতুল ভগ্নাংশ কল্পনা করি।
সংখ্যারেখায় একই বিন্দুতে অবস্থিত সংখ্যাগুলো হল সমতুল।
প্রথমে, আমরা সংখ্যারেখায় start fraction, 3, divided by, 5, end fraction কে দেখাতে পারিঃ
এখন চল সংখ্যারেখাটিকে দশমাংশে বিভক্ত করি এবং দেখি start fraction, 3, divided by, 5, end fraction বিন্দুতে আর কোন বিন্দুটি অবস্থিত।
start fraction, 6, divided by, 10, end fraction এবং start fraction, 3, divided by, 5, end fraction সংখ্যারেখায় একই বিন্দুতে অবস্থিত।
সমতুল ভগ্নাংশ সম্পর্কে আরও শিখতে চাও? এই ভিডিওটি দেখ।
আলোচনায় অংশ নিতে চাও?
কোন আলাপচারিতা নেই।