মূল বিষয়বস্তু
কম্পিউটার প্রোগ্রামিং
Course: কম্পিউটার প্রোগ্রামিং > Unit 7
Lesson 6: জেকুয়েরি ব্যবহার করে ফর্ম প্রসেসিং- কেন জেকুয়েরি ফর্ম প্রসেসের কাজে ব্যবহার করা হবে?
- জেকুয়েরি ব্যবহার করে কুইজ প্রসেস করা
- চ্যালেঞ্জ: জেকুয়েরি কুইজ
- জেকুয়েরি ব্যবহার করে আরও ফর্ম প্রসেসিং
- চ্যালেঞ্জ: ডোনাট ক্যালকুলেটর
- পর্যালোচনা: জেকুয়েরি ব্যবহার করে ফর্ম প্রসেসিং
- প্রকল্প: শব্দের খেলা
© 2023 Khan Academyব্যবহারের শর্তাদিগোপনীয়তার নীতিমালাকুকি নোটিশ
কেন জেকুয়েরি ফর্ম প্রসেসের কাজে ব্যবহার করা হবে?
আমরা ওয়েবপেজ ব্যবহারকারী থেকে যে কোন তথ্য ইনপুট নেওয়ার জন্য ফর্ম ব্যবহার করি। কখনও আমরা এটি সংরক্ষণ করার জন্য সার্ভারে (server) পাঠাই এবং কখনও আমরা এটি নিয়ে শুধু ব্রাউজারে (browser) ব্যবহার করি। জেকুয়েরি ফর্মের প্রক্রিয়াকরণে সহায়তা করে, এটিকে সার্ভারে পাঠানোর আগে অথবা সার্ভারের ব্যবহার বাতিল করে।
ফর্মের "validation" (বৈধতা) জেকুয়েরি দিয়ে যাচাই করা যায় - ইনপুটগুলো সঠিক হয়েছে কিনা যেমন ফোন নম্বরের দৈর্ঘ্য (length) সঠিক কিনা - এবং তারপর এটিকে সার্ভারে পাঠিয়ে দেওয়া হয়। কয়েকটি স্থানে খান একাডেমির সেটিংস পেজে ফর্মের বৈধতা যাচাই করা হয়:
জেকুয়েরি দিয়ে ব্রাউজারে কুইজ অথবা গেম তৈরি করা যায়, যেমন আমাদের খান একাডেমির অনুশীলনী:
এখন আমরা এগুলো ব্যবহারের পদ্ধতিসমূহ দেখবো। এইচটিএমএল ফর্মের পর্যালোচনা করতে হলে, এই স্লাইডগুলো দেখো।
লক্ষণীয়: , ব্রাউজারের ত্রুটির কারণে IE 11 এ আমাদের পেজের ফর্ম কাজ করা। IE 11 ব্যবহার করলে অনুগ্রহ করে অন্য ব্রাউজার ব্যবহার কর।
আলোচনায় অংশ নিতে চাও?
কোন আলাপচারিতা নেই।