মূল বিষয়বস্তু
বীজগণিতে হাতেখড়ি
Course: বীজগণিতে হাতেখড়ি > Unit 3
Lesson 1: স্টেম এবং লিফ রেখাচিত্রস্টেম এবং লিফ রেখাচিত্র
স্টেম এবং লিফ রেখাচিত্র হল উপাত্ত প্রদর্শনের একটি সারণি। 'স্টেম' এ বামপাশের সারণির প্রথম অঙ্কসমূহকে প্রকাশ করা হয়। 'লিফ' এ ডানপাশের শেষ অঙ্কসমূহ প্রকাশ করা হয়। উদাহরণস্বরূপ, 543 এবং 548 কে স্টেম এবং লিফ রেখাচিত্রে 54 | 3,8 এভাবে লেখা যায়। এটি তৈরি করেছে স্যাল (সালমান) খান
আলোচনায় অংশ নিতে চাও?
কোন আলাপচারিতা নেই।