মূল বিষয়বস্তু
কম্পিউটার বিজ্ঞান
কোর্স: কম্পিউটার বিজ্ঞান > অধ্যায় 2
পাঠ 3: ক্রিপ্টোগ্রাফি চ্যালেঞ্জ 101ভূমিকা
খেলার নিয়মাবলী
এই চ্যালেঞ্জটি সকল বয়সীদের জন্য প্রযোজ্য, এই সম্পর্কে বিশেষ জ্ঞানের প্রয়োজন নেই।
এটা প্রাচীন ক্রিপ্টোগ্রাফির টিউটোরিয়ালে উপস্থাপিত ধারণার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।
অন্যান্য সকল প্রয়োজনীয় তথ্য খান একাডেমিতেই রয়েছে।
এই চ্যালেঞ্জের মধ্যে আমরা এনক্রিপশনগুলো (encryptions - তথ্যগুপ্তিকরণগুলো) ভাঙতে পেরেছি কিনা মূল্যায়ন করার জন্য কিছু অনুশীলনী থাকবে।
Q&A (প্রশ্ন এবং উত্তর) এর নিয়মাবলী
অনুগ্রহ করে সফল ডিক্রিপশনগুলো (decryptions - গুপ্ততথ্যের অর্থোদ্ধারগুলো) Q&A তে প্রকাশ করবে না (এগুলো গোপনীয় তথ্য!)
অন্যান্য ব্যবহারকারীদের সহযোগিতা করার জন্য অনুগ্রহ করে তোমার ধারণা/মতামত প্রকাশ কর (বিশেষত তুমি যদি এটা সমাধান করে থাকো)
আলোচনায় অংশ নিতে চাও?
কোন আলাপচারিতা নেই।