If you're seeing this message, it means we're having trouble loading external resources on our website.

তোমার যদি কোন ওয়েব ফিল্টার দেওয়া থাকে, তাহলে দয়া করে নিশ্চিত কর যে *.kastatic.org এবং *.kasandbox.org ডোমেইনগুলো উন্মুক্ত।

মূল বিষয়বস্তু

কোর্স: কম্পিউটার প্রোগ্রামিং > অধ্যায় 8

পাঠ 1: পেশাদারের সাথে পরিচিতি

লরেন হেইন্স, পণ্য ব্যবস্থাপক ও লিন্ডি হপার

লরেন হেইন্সের ছবি
লরেন হেইন্স
শুভেচ্ছা, আমি লরেন হেইন্স, আমি শিকাগো (Chicago), ইলিনয় (Illinois) অঙ্গরাজ্যে থাকি!

তুমি কি নিয়ে কাজ কর?

আমি GiveForward,  নামের একটি কোম্পানিতে কাজ করি যারা তহবিল সংগ্রহ করার মাধ্যমে ব্যক্তি বিশেষের চিকিৎসা সংক্রান্ত খরচে সাহায্য করে থাকে। মানুষের সাহায্যের জন্য এখন পর্যন্ত আমরা $80 মিলিয়ন ডলার তহবিল সংগ্রহ করতে সক্ষম হয়েছি। আমি একজন পণ্য ব্যবস্থাপক যেটা হল এজাইল প্রজেক্ট ম্যানেজমেন্ট (Agile project management) এবং ব্যবসা বিশ্লেষণের মিশ্র একটি কাজ - আমাকে বিভিন্ন স্টেক হোল্ডারদের কথা শুনতে হয় যে, তারা আমাদের পণ্য থেকে কি আশা করছে বা আমাদের পণ্য থেকে কি চাইছে এবং আমাদের হাতে যে কাজ রয়েছে তার মধ্যে কোন কাজগুলো আমাদের আগে করতে হবে সেই সম্পর্কিত সিদ্ধান্ত আমাকে নিতে হয়। এসব কিছু শোনার পর আমাকে আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের সাথে যোগাযোগ করে সকল বিষয় এমনভাবে বুঝিয়ে দিতে হয় যেন তারা আমাদের পরিকল্পিত পণ্য তৈরি করে দিতে পারে।
আগে আমি একটি অলাভজনক প্রতিষ্ঠানে আইটি (IT) ব্যবস্থাপক এবং Fortune 100 কোম্পানিতে উপদেষ্টা হিসেবে কাজ করেছি। এখন পর্যন্ত আমি সবচেয়ে মজার যে জিনিসটি তৈরি করেছি সেটা হল জর্জিয়া (Georgia) অঙ্গরাজ্যের, আটলান্টা (Atlanta) শহরের মিউজিয়াম অব আর্ট (Museum of Art) এর জন্য ল্যুভর (Louvre) জাদুঘরের অনুকরণে 10 ফুট চওড়া এবং 7 ফুট লম্বা একটি ইন্টারএকটিভ দেয়াল তৈরি করেছি।
লরেন হেইন্স এবং তার ইন্টারএকটিভ দেয়ালের ছবি
লরেন তার ইন্টারএকটিভ দেয়ালের সাথে

তুমি প্রোগ্রামিং কীভাবে শিখলেন?

মাধ্যমিক বিদ্যালয়ের ক্যালকুলাস শিক্ষক আমাকে এবং আমার তিন বান্ধবীকে তার কম্পিউটার বিজ্ঞান ক্লাসটি নেওয়ার জন্য উদ্বুদ্ধ করেছিলেন। আমরা C++ শিখেছিলাম। আমি কলেজেও কম্পিউটার বিজ্ঞান বিষয়টি মাইনর হিসেবে নিয়ে পড়া চালিয়ে গেছি, যেখানে আমি ইউজার ইন্টারফেসকে মূল বিষয় হিসেবে নিয়েছিলাম এবং মানুষ আর কম্পিউটারের পারস্পরিক সম্পর্কের বিষয়টি পেয়েছিলাম; এটা মূলত কম্পিউটিং, মনোবিজ্ঞান এবং সমাজবিজ্ঞান নিয়ে এক সাথে কাজ করা। প্রযুক্তি কীভাবে মানুষকে পরিবর্তন করে ফেলে এবং তার পরিবর্তে মানুষরাই কীভাবে প্রযুক্তিকে পরিবর্তন করে ফেলে তা দেখতে ভালবাসি।

তুমি অবসর সময়ে কি কর?

আমি আমার কাজে খুব বেশি প্রোগ্রামিং করি না, কিন্তু পণ্য ব্যবস্থাপনার কাজে প্রোগ্রামিং বুঝতে পারা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমাকে ওয়েবসাইট তৈরি এবং কীভাবে কাজটি শেষ করব তা বুঝতে সাহায্য করে।
অবসর সময়ে আমি লিন্ডি হপ (Lindy Hop)/ নৃত্যের (Swing Dancing) ক্লাস নিয়ে থাকি যা আমি গত দেড় বছর ধরে করে আসছি। আর আমি সুযোগ পেলে বিভিন্ন নাচের অনুষ্ঠানে অংশগ্রহন করে থাকি। এটা আমাকে একদম সতেজ করে তোলে। এছাড়াও আমি  Break Away  নামের একটি প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের একজন সদস্য, এই প্রতিষ্ঠানটি মূলত কলেজ শিক্ষার্থীদের শিক্ষা সফর এবং জীবনব্যাপী একজন সক্রিয় নাগরিক হিসেবে তৈরি করার জন্য কাজ করে থাকে।

নতুন প্রোগ্রামারদের জন্য তোমার উপদেশ কী?

প্রোগ্রামিং খুবই সৃজনশীল একটি কাজ - তুমি এমন কোন একটি সমস্যা খুঁজে বের কর যেটা সমাধান করার ব্যাপারে তুমি আগ্রহী অথবা তুমি এমন কোন কিছু তৈরি কর যেটা ঐ সমস্যা সমাধান করার মত সমান আকর্ষণীয় হবে।

আলোচনায় অংশ নিতে চাও?

কোন আলাপচারিতা নেই।
ইংরেজি জানো? খান একাডেমির ইংরেজি সাইটে আরো আলোচনা দেখতে এখানে ক্লিক কর।